জানুয়ারী ৩১, ২০২১: রবি দের লেখনীতে
২০২১ সালের প্রথম সভা বসেছিল ৩১শে জানুয়ারী, চন্দ্রা ও রবি দের যুগ্ম সঞ্চালনায় – গত কয়েক বারের মত এবারও জুম্-এ। শুরুতে সবার অনুরোধে, নমিতা রায়চৌধুরী মন-জুড়ানো একটি উদ্বোধনী-সংগীত গাইলেন, খালি গলায় – ‘মাঝে মাঝে তব দেখা পাই / চিরদিন কেন পাইনা ..।’
‘কাজের কথা’ পর্যায়ে প্রথমেই প্রবাস বন্ধু পত্রিকার নববর্ষ সংখ্যা নিয়ে আলোচনা হয়। বিদ্যাসাগরের ২০০তম ও নেতাজির ১২৫তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে পত্রিকায় দুটি স্মারক অধ্যায় থাকবে বলে স্থির হয়। এছাড়া রবীন্দ্রনাথের হিউস্টন ভ্রমণের ১০০ বছর পূর্তি স্মরণ করে আগামী সভায় (ফেব্রুয়ারী মাসে) রচনা পাঠ ও পত্রিকায় লেখা প্রকাশের প্রস্তাব আসে। আরও স্থির হয় যে এবছরে আগামী কোনও তিনটি সভায় তিনটি পূর্বনির্ধারিত গল্পের উপর আলোচনা হবে। প্রস্তুতি ও পরিচালনার ভার নিয়েছেন নীতা শেটকার, সুমিতা বসু ও সফিক আহমেদ – যারা অংশগ্রহণে উৎসাহী, তারা যেন ওদের সঙ্গে যোগাযোগ করেন।
‘সাহিত্য চর্চা’ পর্যায় শুরু হয়েছিল শফিক আহমেদের লেখা তিনটি ভিন্ন স্বাদের অনবদ্য ছোট কবিতা দিয়ে। এরপর রবি দে পড়লেন ওর স্কুলের সহপাঠী কবি স্বপন নস্করের লেখা অত্যন্ত সুখপাঠ্য একটি স্মৃতিচারণ “মা”। এরপর সুমিতা বসু খুবই উপভোগ্য দুটি স্বরচিত রচনা পাঠ করেন – একটি ছোট গল্প, “জলে পড়া আকাশ” ও স্পেনের গৃহযুদ্ধের উপর একটি সুচিন্তিত প্রবন্ধ, “কলম, কামান ও কবিতা।” সবশেষে, মৃনাল চৌধুরী নিপীড়িত শিশুদের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উপর তার লেখা “শান্তিনিকেতন শিশুতীর্থ: শান্তিনিকেতনের একটি স্কুল” রচনাটি পাঠ ও আলোচনা করেন।
এরপর ‘আড্ডা’ পর্যায়ে সভায় আত্মপ্রকাশ করেন সর্বকালীন কনিষ্ট অতিথি, সুমিতা ও সোমনাথ বসুর দৌহিত্র, সদ্যজাত শ্রীমান খলিল – ওকে অনেক আদর ও শুভকামনা জানিয়ে প্রবাস বন্ধুর এই বছরের প্রথম সভার সমাপ্তি হয়।
ছবি অন্তর্জাল থেকে নেওয়া: কৃতজ্ঞতা স্বীকার
********************************************************************
প্রবাস বন্ধু পাঠ চক্র ও বাংলা গ্রন্থাগার
বিষয়সূচী – ৩১শে জানুয়ারী ২০২১
সভা সঞ্চালনা: চন্দ্রা ও রবি দে
এবারে সভা বসবে ভিডিও কনফারেন্সে
শুরু: ৩:৩০ বিকেল
বিষয় | উপস্থাপক | সময় | শুরু | শেষ | |
১ | অভিবাদন ও সভা সঞ্চালনা | চন্দ্রা ও রবি দে | ৫ মি. | ৩:৩০ | ৩:৩৫ |
২ | কাজের কথা / আলোচনা , ইত্যাদি | কারোর কিছু বলার থাকলে | ১৫ মি. | ৩:৩৫ | ৩:৫০ |
৩ | ওয়েবসাইট নিয়ে আলোচনা | সুমিতা বসু ও সহযোগিরা | ১০ মি. | ৩:৫০ | ৪:০০ |
সাহিত্য চর্চা প্লাস ৪:০০থেকে ৬টা
বিষয় | উপস্থাপক | সময় | শুরু* | শেষ* | |
১ | স্বরচিত কবিতা পাঠ দারিদ্র সীমা BPL বন্ধুরা সব ভিডিও: বিবির বয়ান | সফিক আহমেদ | ১০ মি | ৪:০০ | ৪:১০ |
২ | রচনা পাঠ: “মা” – স্বপন নস্কর | রবি দে | ১০ মি | ৪:১০ | ৪:২০ |
৩ | স্বরচিত ছোট গল্প পাঠ: জলে পড়া আকাশ | সুমিতা বসু | ৫ মি | ৪:২০ | ৪:২৫ |
৪ | স্বরচিত প্রবন্ধ পাঠ: কলম, কামান ও কবিতা | সুমিতা বসু | ১০ মি | ৪:২৫ | ৪:৩৫ |
৫ | রচনা পাঠ: শান্তিনিকেতন শিশুতীর্থ: শান্তিনিকেতনের একটি স্কুল | মৃণাল চৌধুরী | ৫ মি | ৪:৩৫ | ৪:৪০ |
৬ | গল্প /কবিতা / রচনা পাঠ | ||||
৭ | গল্প /কবিতা / রচনা পাঠ | ||||
১০ | গল্প /কবিতা / রচনা পাঠ | ||||
১১ | সভা শেষ / সময় থাকলে গল্প গুজব | সকলে |
পেটপূজা: ৬টা
বিশেষ অনুরোধ
১) পারলে হেডসেট ব্যবহার করুন। স্পিকার ফোন ব্যবহার করা বাঞ্ছনীয় নয় – নেপথ্যে সম্পূর্ণ নিস্তব্ধতা কাম্য।
২) শুধুমাত্র লিখিত স্ক্রিপ্ট থেকে পড়ুন।
৩) যদি ৫ মিনিটের বেশি সময় নিতে চান, অনুগ্রহ করে লেখার প্রবাহ (flow) এবং সংক্ষিপ্ততার (brevity) জন্য লেখা সম্পাদনা করুন।
৪) একাকী (solo) উপস্থাপিত আইটেম ১৫ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন।
************************************************************************