স্মৃতির বারান্দায়
এলোমেলো স্মৃতিগুলো থমকে যায় বারান্দায়, মনে আসে পুরোনো দিন, মনে হয়, বুঝি গতকাল মাত্র ! দেখতে দেখতে প্রবাস বন্ধুর বয়স অনুসারে, সে এখন পূর্ণ যৌবনে। প্রতি মাসের শেষ রবিবার বিকেল বেলা বসে সাহিত্য সভা, নির্দিষ্ট সভ্য-সভ্যার বাসগৃহে আর সেই নিয়ে কত আনন্দ, উত্তেজনা, ভালোলাগা, আর সৃষ্টিমূলক সাহিত্যালোচনা।
এই করোনার গৃহবন্দী দিনেও মাসিক সভা বন্ধ হয়নি মার্চ ২০২০ তে , টেলি আসরে দূরভাষিণীর মাধ্যমে ঠিক সময় ও ঠিক দিনেই তিন ঘন্টা সভা চলেছে।
প্রবাসবন্ধুর সদস্য সদস্যার কাছে এই সভা অক্সিজেনের মতোই, তাই ব্যবস্থার তারতম্যেও সভা থাকে একেবারে ঠিকঠাক।
প্রবাসবন্ধুর প্রথম দিকের কথাগুলি ভারি সুন্দর করে ধরা আছে মাননীয় অসিত সেনের এই লেখাটিতে।
প্রবাস-বন্ধুর-সেকাল-ও-একাল