নববর্ষ সংখ্যা প্রকাশিত হতে চলেছে : ২০২৩

ইংরেজি নতুন বছরের শুরু হয়েছে; অভিনন্দন জানাই সকলকে |
বাংলা নতুন বছরও আগতপ্রায়।
প্রবাস বন্ধুর ‘নববর্ষ সংখ্যা’ প্রকাশ পাবে এপ্রিল মাসে, বাংলা নতুন বছরের শুরুতে |
পাঠক/পাঠিকা, লেখক/লেখিকাদের কাছে অনুরোধ জানাই আপনাদের লেখা তাড়াতাড়ি পাঠিয়ে দিন | মার্চ মাসের শেষ তারিখের মধ্যে লেখা জমা দিন | c.malabika@gmail.com ঠিকানায় আপনাদের লেখা পাঠান | টাইপ করা লেখা ওয়ার্ড ফাইলে পাঠাবেন | সঙ্গে আপনারা কোন শহর, কোন স্টেটে বাস করেন সে বিষয়টিও উল্লেখ করবেন |  ইতিমধ্যে আপনারা জানেন যে ‘প্রবাস বন্ধু’ পত্রিকা বছরে দুবার প্রকাশিত হয়। নববর্ষ সংখ্যার লেখা পাঠাবার পর শারদীয়া সংখ্যার লেখাও পাঠান।
লেখা পাঠাবার সময় সীমা ধার্য করা থাকে অবশ্যই। কিন্তু বছরের যে কোন সময় আপনাদের রচনা তৈরী থাকলে পাঠিয়ে দিতে পারেন। উল্লেখ করে দেবেন কোন সংখ্যার জন্য পাঠাচ্ছেন।

ধন্যবাদ  –  
মালবিকা চ্যাটার্জী (সম্পাদিকা)