আমাদের কথা : প্রবাস বন্ধু সম্বন্ধে

আমরা প্রবাস বন্ধু: অর্থাৎ প্রবাসে আমরা বাংলা সাহিত্যের বন্ধু।
বিদেশের মাটিতে হিউস্টনে বসে আমরা বাংলা সাহিত্যপাঠ, রচনা ও প্রকাশনা করে থাকি– আমরা প্রবাস বন্ধুর সদস্য সদস্যারা।

প্রতি বছর দুটি করে আমাদের সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়, নববর্ষ সংখ্যাশারদীয় সংখ্যা। স্থানীয় সাহিত্যোৎসী, আমেরিকার এবং পৃথিবীর অন্যান্য প্রান্তের অনেকেই লেখা দিয়ে আমাদের পত্রিকাকে সমৃদ্ধ করেছেন। কলকাতার প্রথিতযশা লেখক-লেখিকাও তাঁদের অসামান্য লেখা দিয়েছেন এখানে।
প্রবাস বন্ধুর পাঠচক্র বসে প্রতি মাসে, আমাদের কোনো সদস্য-সদস্যার বাড়িতে, সাধারণত মাসের শেষ রবিবার ৩:৩০ মিনিটে। এটির ব্যবস্থাপনায় চন্দ্রা দে এবং পরিচালনায় রবি দে। তবে প্রতি মাসে যে বাড়িতে সভা হয়, সঞ্চালনার দ্বায়িত্বও থাকে সেই সভ্য সভ্যার। বিষয়সূচি আগে থেকেই ঠিক করা থাকে, তাই সময় ধরে পড়া, আলোচনার যথেষ্ট সময় থাকে প্রতিবার।
অনেকেই অতিথি হয়ে আসেন এখানে, পরে ভালো লাগলে যোগদান করেন।
অনেক বহিরাগত অতিথিও আসেন, তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা প্রবাস বন্ধুকে আলোকিত করে।
আমরা সাহিত্যের মধ্যে দিয়ে আমাদের মাতৃভাষার পরিচর্যা করতে চাই, আর চাই নিজেদের ভিতরকার স্বকীয়তাকে আরো উৎসাহিত ও উৎসারিত করতে।

প্রবাস বন্ধুর নিজস্ব পাঠাগার আছে, তাতে আছে অনেক বই, সভ্য-সভ্যা সে গুলি ধার নিতে পারেন।
বাংলাসাহিত্যের এক মনোরম পরিবেশ তৈরী করা আমাদের উদ্দেশ্য। আর ইচ্ছা, বিদেশে বাংলালেখার ধারাটি সম্বন্ধে পরিচিত হতে, একে ধরে রাখতে, এবং diaspora লেখার একটি সম্ভার তৈরী করতে।
আপনারা মতামত ও ভাবনা দিয়ে আমাদের আরো সাহায্য করুন।

প্রবাস বন্ধুর স্থায়ী ঠিকানা হিউস্টন, টেক্সাসে। আপনারা যদি বাংলা সাহিত্য ভালোবাসেন, লেখেন ও সকলের লেখা/পাঠ শুনতে চান নিয়মিত ভাবে, যদি চান এই সুদূর প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা রাখতে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। প্রবাস বন্ধুর সদস্য-সদস্যা হতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে নীচের লিংকের মাধ্যমে যোগাযোগ করুন।

আমাদের সঙ্গে যোগাযোগ