মে ২২, ২০২২: আলী তারেক-এর লেখনী-তে
২২শে মে ২০২২ প্রবাস বন্ধুর সভা বসে নাহিদ তারেকের আবাসে।
সমাজের ভিন্ন অর্থনৈতিক স্তরের দুই নারীর সংস্কার আর প্রচলিত পারিবারিক সমস্যাপীড়িত জীবন কীভাবে সমান্তরাল ধারায় অগ্রসর হয় তাদের বলিষ্ঠ পদযাত্রায়, দু’টি জীবনের সমান্তরাল কথনে স্বরচিত গল্প “দ্বিধারা” পড়েছেন সফিক ভাই।
রবীন্দ্রনাথের গানে তার জীবনের বিভিন্ন ঘটনা কীভাবে ছাপ ফেলে গেছে তার বর্ণনা নিয়ে স্বরচিত নিবন্ধ “রবীন্দ্রনাথ ও তাঁর গান” পাঠ করেন সুমিতাদি।
ভিনদেশে নাতির জন্ম ঘিরে উত্তেজনাময় ঘটনাবহুল কাহিনী নিয়ে রচিত আত্মজীবনীমূলক ছোট গল্প “ভোলা বৃত্তান্ত” পাঠ করেন রুমকিদি।
এছাড়া আলী তারেকের সাম্প্রতিক প্রকাশিত ছোট গল্প সংকলন “সন্তান ও সংকেতের উপকথা” বইটির নয়টি গল্প নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন সুমিতাদি, নীতাদি, নমিতাদি, রবিদা, চন্দ্রাদি ও অমিতদা।
অনুষ্ঠান পরিবেশনায়: আলী তারেক।