মার্চ ২৭, ২০২২: সুমিতা বসু-র লেখনী-তে
মার্চ ২০২২ সভা বসেছিল বসুগৃহে। সভায় অনেক সভ্য সভ্যা সরাসরি যোগ দিয়েছিলেন আর বৈদ্যুতিন মাধ্যমে অস্টিন থেকে সকলের প্রণম্য অসিতদা ও আটলান্টা থেকে সকলের প্রিয় মালাদি ও দিলীপদাও যোগ দিয়েছিলেন।
স্বরচিত কবিতা রচনা ও গল্প পাঠ করেছিলেন মৃণাল চৌধুরী, উদ্দালক ভরদ্বাজ, সফিক আহমেদ।
সভার পরের পর্বে বাংলা লেখা থেকে পড়া, লেখকদের সঙ্গে পরিচিত হওয়ার সময়। এই মাসের দুই লেখক রাজশেখর বসু ওরফে পরশুরাম। এবং বিখ্যাত গোয়েন্দা ও ঐতিহাসিক উপন্যাস ও গল্প রচয়িতা শরদিন্দু বন্দোপাধ্যায়। বাংলার স্বনামধন্য কবি ও সাহিত্যিকের লেখা থেকে পড়া ও সভার সকলে তাঁদের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াই উদ্দেশ্য। প্রথমে পড়লেন রবি দে। রবি পড়লেন পরশুরাম রচিত ‘ পুনর্মিলন’ অসাধারণ হাস্যরসের এই ছোট্ট গল্প, চরিত্রগুলি সকলের পরিচিত, মহাভারতের ভীম ও তার পূর্ব প্রণয়িনী হিড়িম্বা। তারপর পরশুরামেরই আরেকটি গল্প থেকে পাঠ করলেন, কমলপ্রিয়া রায়।
এরপর শরদিন্দুর দুটি ঐতিহাসিক উপন্যাসয়ের অংশ বিশেষ থেকে পড়ে শোনালেন শ্যামলী ও বিশ্বরূচি মিত্র।
পর্যাপ্ত ‘চা’আর মুখরোচক ও অনেকরকম ‘টা ‘ দিয়ে মধুরেণ সভাভঙ্গ। বাইরে তখন সন্ধ্যা নেমেছে।
সভা জমজমাট মনের খিদে ও পেটের খিদে দুই মেটাতে।
পরের মাসে হবে রিট্রাইট, স্থান অস্টিন , অসিতদার বাড়িতে। দেখা হবে আবার। ভালো থাকুন সকলে।
__________________________________________________________
বিষয়সূচী – ২৭শে মার্চ
শুরু: ৩:৩০ বিকেল
বিষয় | উপস্থাপক | সময় | শুরু | শেষ | |
১ | অভিবাদন ও সভা সঞ্চালনা | সুমিতা ও সোমনাথ বসু | ৫ মি. | ৩:৩০ | ৩:৩৫ |
২ | কাজের কথা / আলোচনা , ইত্যাদি | কারোর কিছু বলার থাকলে | ৫ মি. | ৩:৩৫ | ৩:৪০ |
৩ | ওয়েবসাইট নিয়ে আলোচনা | সুমিতা বসু ও সহযোগিরা | ৫ মি. | ৩:৪০ | ৩৪৫ |
সাহিত্য চর্চা প্লাস ৩:৫০থেকে ৬টা
বিষয় | উপস্থাপক | সময় | শুরু* | শেষ* | |
১ | কবিতা, লেনর ক্যান্ডল | উদ্দালক ভরদ্বাজ | ১৫ মিনিট | ৩:৫০ | ৩:৫৫ |
২ | গল্প পাঠ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় | বিশ্বরুচী মিত্র | ১০ মিনিট | ||
৩ | গল্প পাঠ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় | শ্যামলী মিত্র | ১০ মিনিট | ||
৪ | রাজা ও দেবলীনাদের”গার্ডেন অফ প্রাণা” | মৃণাল চৌধুরী | ১০ মিনিট | ||
৫ | সরস প্রবন্ধ পাঠ: অজ্ঞাত লেখকের লেখা | উদ্দালক ভরদ্বাজ | ৫ মিনিট | ||
৬ | রচনা পাঠ :কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২২ – একটি প্রতিবেদনস্বরচিত কবিতা পাঠঃ ওরা বিশেষ ভাবে ই সক্ষম | সফিক আহমেদ | ১৫ মিনিট | ||
৭ | এ জানা আমার ফুরাবে না – পরশুরাম ও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সাহিত্য পাঠ আলোচনা | সুমিতা বসু ও সহযোগিরা | ৪০ মিনিট | ||
৮ | রচনা পাঠ: রাজশেখর বসুর লেখা কবির জন্মদিনে | রবি দে (সময় থাকলে) | ১২ মিনিট | ||
৯ | রচনা পাঠ: রূপময় পালেরসূর্য সেনের সোনালী স্বপ্ন থেকে নির্বাচিত অংশ | কাজল রায় | |||
১০ | সভা শেষ / সময় থাকলে গল্প গুজব | সকলে |