ফেব্রুয়ারী ২৬, ২০২৩: শ্রাবনী আকিলা-র লেখনী-তে
প্রবাস বন্ধু সাহিত্য গ্রুপের ফেব্রুয়ারী মাসের সাহিত্য সভা’র আসর বসেছিল গ্রুপের অন্যতম সভ্য গোপাল ও শ্রাবণী আকিলার বাড়িতে। সভায় সভ্যদের উপস্তিতি কিছু কম হলেও উৎসাহ কম ছিল না। সভার প্রথমেই প্রাথমিক আলাপচারিতার পরে স্বরচিত কবিতা পড়ে শোনান সফিক আহমেদ। তাঁর লেখা ‘অতীত ও বর্তমান’, ‘ধ্যাৎ’ , ‘নৈঃশব্দের প্রতিবাদ’ প্রভৃতি কবিতাগুলি সকলের মন কাড়ে। তাঁর জনপ্রিয় শাওন সিরিজ থেকেও তিনি পড়ে শোনান ‘খোলা চিঠি’ কবিতাটি। সফিক আহমেদ এর পরে তার কবিবন্ধু অমিতাভ মিত্র ‘র লেখা কিছু কবিতা পাঠ করেন। এর পরে প্রবাস বন্ধুর সভ্য জনপ্রিয় কবি উদ্দালক ভরদ্বাজের কণ্ঠে তাঁরই রচিত “কবিতা” কবিতাটির অডিও রেকর্ডিং চালিয়ে শোনা হয়। বিশেষ কারণে তিনি সভায় উপস্থিত থাকতে না পারায় স্বকণ্ঠে কবিতাটি পাঠ ও রেকর্ড করে পাঠিয়েছিলেন।
সভায় উপস্থিত সিদ্ধার্থ গাঙ্গুলির নিজের লেখা সরস রচনা “কবি বলিয়াছেন” সকলের বিশেষ মনরঞ্জনে সক্ষম হয়। নন্দিনী সরকার কিছু ছোট লেখা পাঠ করেন। তার মধ্যে অন্যতম বিরিয়ানি নিয়ে একটি প্যারোডি ,আলী মহসিন রেজার “চাষাদের,মুটেদের,মজুরের” এবং গাজী মোজাহারুল আনোয়ারের লেখা “যদি আমাকে জানতে সাধ হয় !” ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস। সেই উপলক্ষে শ্রাবণী আকিলা পড়ে শোনান বিদেশে তার ছেলেদের বাংলা শেখানোর বিড়ম্বনা নিয়ে শিরোনামহীন একটি রম্যরচনা। সভার সব থেকে মূল্যবান সম্পদ ছিলো প্রবাস বন্ধুর উপদেষ্টা শ্রদ্ধেয় রবি দে’র কাছ থেকে একটি বইয়ের আলোচনা এবং পাঠ প্রতিক্রিয়া। বইটির নাম ‘শহীদ কবি ও সাংবাদিক সেলিনা পারভীনের জীবন ও মৃত্যু’ । বইটির লেখক প্রবাস বন্ধু’র একনিষ্ঠ সভ্য ও সমর্থক সকলের শ্রদ্ধেয় শেলী শাহাবুদ্দিন স্যার। শেলী স্যার এই বইতে বিশদে বর্ণনা করেছেন তাঁরই সহোদরা সেলিনার বাংলা ভাষার জন্য অসীম সাহস ও ত্যাগের কথা , সেই পথে তাঁর পারিবারিক সামাজিক বাধার কথা। সকলের মনে বইটি পড়বার বিশেষ আগ্রহ তৈরী হল।
সভার শেষে কিছু জলযোগ ও চা পানের ব্যবস্থা ছিল। পরবর্তী মার্চ মাসের সভা আয়োজিত হবে প্রবাস বন্ধুর দীর্ঘদিনের সভ্য শুক্তি দত্ত ও দিলীপ দত্তর বাসভবনে।