অগাস্ট ২৮, ২০২২: শ্রাবণী আকিলা-র লেখনী-তে
শ্রদ্ধেয় এবং প্রিয় প্রবাস বন্ধুরা ,
আশা করি সকলে ভালো আছেন /আছো!
গত আঠাশে অগাস্ট প্রবাস বন্ধু গ্ৰুপের সাহিত্য সভার আয়োজন হয়েছিল সুগারল্যান্ডের শ্রাবণী ও গোপাল আকিলার বাড়িতে। সামনেই দুর্গাপুজো। প্রবাস বন্ধুর অনেক সভ্য পুজো সংক্রান্ত নানান কর্মকান্ডে ব্যস্ত এবং জড়িত থাকার কারণে সভায় উপস্থিত থাকতে পারেন নি।
তবে যাঁরা উপস্থিত ছিলেন,তাঁরা সকলেই তাঁদের সাহিত্য পাঠের মাধ্যমে ছোট্ট সভাটিকে মনোজ্ঞ করে তোলেন। এবারের সভায় বিশেষ আকর্ষণ ছিল বিদেশে আজীবন বাংলাভাষা ও সাহিত্য ও নাট্যচর্চায় রত এবং সকলের প্রিয় শুক্তি দত্তর উপস্থিতি । চোখের কিছু অসুবিধা সত্ত্বেও তিনি সাবলীল ভাবে পড়ে শোনালেন রমলা বসুর লেখা গল্প ” মা”‘ । গল্পটি সকলেই মনোযোগ সহকারে শোনেন। রুমকি দাশগুপ্ত পড়ে শোনান ,তাঁরই জীবনের অতীত স্মৃতি অবলম্বনে পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলনের সময়ের আধারে রচিত একটি গল্প। সভার অন্যতম সভ্য মহম্মদ তারেক রচিত বাইশে শ্রাবন উপলক্ষে লেখা কবিতা ‘নিষ্ফল বর্ষার গোনাগুণতি’ পাঠ করে শোনান তার স্ত্রী নাহিদ। তারেকভাই নিজে পাঠ করে শোনান তার লেখা ধারাবাহিক উপন্যাস “সে সূর্যের দিকে হেঁটেছিল ‘ র একটি পর্ব। অত্যন্ত সংবেদনশীল সে লেখা সকলের মনোযোগ দাবী করে। কাজল রায় পাঠ করেন রবীন্দ্রনাথের কবিতা ‘জুতো আবিষ্কার’ । মৃনাল চৌধুরী ওরফে সকলের মৃনালদা পরে শোনালেন তাঁর নতুন লেখা বইয়ের থেকে কিছু অংশ। আলোচনা করলেন সেই বইয়ের বিষয়বস্তু নিয়ে। রামকৃষ্ণ নামের মৃণালদার এক দীর্ঘদিনের পরিচিত ব্যক্তি বা বন্ধুকে হঠাৎ এক পূর্ণাঙ্গ কবি হিসাবে আবিষ্কারের উত্তেজনা ও নিঃস্বার্থ আনন্দ মৃনালদার সেই আলোচনার ছত্রে ছত্রে।
সভায় আরো উপস্থিত ছিলেন নীতা শেটকর ,নন্দিনী সরকার,প্রবাস বন্ধু সাহিত্য উদোগ্যের অন্যতম দুই মূল কান্ডারি রবি ও চন্দ্রা দে। সভায় কিছুক্ষনের জন্য অমূল্য ছিল অস্টিন থেকে অসিতদার যোগদান ও বক্তব্য।
সভার শুরুতে চা এবং সভা শেষে কিছু জলযোগের ব্যবস্থা ছিল।
এ মাসের সভার আয়োজন আঠেরো তারিখ, রবিবার রুমকি এবং শিবাজী দাশগুপ্তের বাড়িতে।
সকলে ভালো থাকবেন !
ধন্যবাদান্তে
শ্রাবণী