সুস্বাগতম ২০২০
প্রবাস বন্ধুর ২০১৯-এর সাহিত্যসভা ও পাঠ চক্র শেষ হল, ছুটির মেজাজে গত ১৫ ই ডিসেম্বর মালবিকা ও দিলীপ চ্যাটার্জীর বাড়িতে ।
জানুয়ারি থেকে আবার নতুন শুরু। নতুন দশকে পা। ২০২০ তে আমাদের লক্ষ্য আরো বেশী সকল সদস্য-সদস্যাদের সঙ্গে সাহিত্যমনস্ক যোগাযোগ– নতুন লেখা পড়া, নতুন বই নিয়ে আলোচনা এবং নতুন সৃষ্টিধর্মী লেখার প্রকাশ হোক ।
সাহিত্য ও ভাষা নদীর মতন, বাঁক ফেরে বারবার। আর সেই নতুন বাঁকে কত যে মণি মুক্ত লুকিয়ে আছে কে হিসেব রাখে। বিদেশে-দেশে সাহিত্য সংক্রান্ত বিষয় আলোচনা যেন আরো বেশি করে আমাদের ছুঁয়ে যাক। ওয়েবসাইটের মাধ্যমে আমরা সকলের সঙ্গে সহজ ও নিয়মিত যোগাযোগ রাখতে পারবো, এই আশা রাখি। নতুন দশককে নতুন আঙ্গিকে ও ভাবনায় ভরিয়ে তুলতে আমরা দায়বদ্ধ– আমরা বলতে আপনাদের সকলের কথাই বলছি। আসুন আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আপনাদের ভাবনা জানিয়ে আমাদের সমৃদ্ধ করুন।