কবিতা আলেখ্য: ফিরে দেখা
উদ্দালক ভরদ্বাজের কলম থেকে …
(প্রবাস বন্ধু একটি পুরোনো সংখ্যা থেকে কিছু অসাধারণ কবিতা নিয়ে আলোচনা, ব্যাখ্যা, কবি পরিচয় ও কবিতা পাঠ )
“শুধু পাতা উলটে গিয়ে পড়ায় সময় আমার অনেক সময়েই ধরতে পারি না অনেক কিছুই। তাই ফিরে আসাটা খুব জরুরি। সত্যি বলতে কি শুধু কবিতার কাছে বা কবির কাছে কেন, জীবনের কাছে, নিজের কাছে, প্রিয় নারী, প্রিয় বন্ধু, প্রিয় সময়, সবার কাছেই ফিরে যেতে হয়। অনেক কিছু যা তাড়াহুড়োয় আমাদের চোখ আর মন ঠাহর করতে পারে না, ফিরে দেখলে স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে, যেহেতু এই কবিরা সব আমাদেরই মত প্রবাসী জীবনের পথিক, একটু আগে পরের, তাই তাদের সেসময়ের জীবন, সংগ্রাম, একটু গল্প জানতে পারলে সব দিক দিয়েই আমরা ঋদ্ধ হয়ে উঠতে পারি।
ব্যক্তিগতভাবে আমার এটাও একটু জানার ইচ্ছা হয় যে তিনি বা তাঁরা কি এখনও লিখছেন, লিখলে কি লিখছেন, কোথায় লিখছেন। এবং সম্ভব হলে তাদের এখনকার লেখা কি কোনভাবে আমাদের পড়ার আওতায় আনা যায়!!
প্রবাস বন্ধুর প্রতিটি মুহূর্ত আমাদের শেখায়। পত্রিকা, সভা, সকলের পড়া এবং কখনো বা, না পড়েও শুধু শোনা, অনুভবের এক নিরন্তর ধারায় ঋদ্ধ করে আমাদের, অনেক সময়ে আমাদের অজান্তেই। প্রতিটি মানুষ আলাদা, তাদের জীবনদর্শন, বেঁচে-থাকা সব আলাদা, কিন্তু একটি ব্যাপারে আমরা সবাই এক। আমরা প্রকাশে উন্মুখ। সেইখানেই আসল পাওয়া। সময়ের খেয়ালে এক সঙ্গে এসে-পড়া ভিন্ন ভিন্ন মানুষের ভাবনার সাথে পরিচয় হওয়াটা যে কি অসম্ভব সুন্দর একটা সুযোগ সে বলার নয়। সেই সুযোগের জন্যে এই সভার যারা অগ্রণী সভ্য এবং যারা নবীন সবার কাছেই আমি চিরকৃতজ্ঞ। জীবন ও মহাকালের অনন্ত আনন্দধারার একটি ধারা আমাদের এই প্রতিষ্ঠান। এই সভার সকল সদস্য, যাঁদের দেখি, যাঁদের দেখেছি বা পড়েছি এবং যাঁদের দেখিনি, এখনো পড়ে উঠতে পারি নি, সবাইকে জানাই আমার অন্তরের ভালবাসা।
ভালো থেকো সবাই, আনন্দে থেকো, উষ্ণতায় থেকো।” ~উদ্দালক~
নীচের লিংকে দেখুন সম্পূর্ণ আলেখ্যটি, এবং নির্বাচিত অংশগুলি যাঁরা পাঠ করেছেন তাঁদের নাম আছে এবং এটি প্রবাস বন্ধু ডিসেম্বর ২০১৯ পাঠ চক্রের অধিবেশন মালবিকা ও দিলীপ চ্যাটার্জীর বাসগৃহে পরিবেশিত হয়। বিশেষ অসুবিধার কারণে উদ্দালক উপস্থিত থাকতে পারেন নি, তাই সঞ্চালনা করেন শ্রাবণী।
পাঠে অংশগ্রহণ করেছিলেন : সুরূপা শা’, মালবিকা চ্যাটার্জী, রবি দে, সফিক আহমেদ, শ্রাবণী রায় আকিলা, শ্যামলী মিত্র ও বিশ্বরুচি মিত্র।
ছবি :আন্তর্জাল / কৃতজ্ঞতা স্বীকার জানাই