নভেম্বর ৩, ২০১৯ শ্যামলী ও বিশ্বরুচী মিত্রের বাসগৃহে
প্রবাস বন্ধু বিজয়া সম্মিলনী : ২০১৯
২রা নভেম্বর, ২০১৯ প্রবাস বন্ধু সাহিত্য সভার বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়েছিল আমাদের বাসভবনে। ছিল গল্প কবিতা আলেখ্য ও আড্ডা। সঙ্গে জমাটি খাওয়া। এই অধিবেশনে আমরা পেয়েছিলাম কলকাতার একজন কবি ইন্দ্রনীল সেনগুপ্তকে। তাঁকে আন্তরিক ধন্যবাদ। সভার শুরুতে আমাদের সভা সঞ্চালিকা চন্দ্রা ও পত্রিকা সম্পাদিকা মালবিকাদি শারদীয়া প্রবাস বন্ধু পত্রিকা প্রকাশ করলেন। যেমন মন-কাড়া প্রচ্ছদ তেমনি অসাধারণ লেখার সম্ভার ।
নভেম্বরের হিউস্টনে হালকা শীতের আমেজ, সাহিত্য সভার বন্ধুদের ছিল বাংলা সাহিত্য নিয়ে আলাদা ভালোবাসার আমেজ আর আমাদের বাড়ির বাইরে ছিল গাছ ভেঙে পড়া লাল-সাদা-গোলাপি স্থলপদ্মের বাহার। আজকের সভা ঘরে বাইরে জম জমাট।
এই দিনের সভা সঞ্চালনা করেন রবি দে। স্বরচিত কবিতা পাঠ করেন, উদ্দালক, সুরূপা ও সফিক। স্বরচিত রচনা পাঠ করেন মৃণালদা, সুমিতাদি, ইন্দ্রনীলদা ও তারেক ভাই। প্রত্যেকটি লেখাই স্বমহিমায় ভাস্বর। শিবাজীদা শোনালেন রোমাঞ্চকর আন্টার্টিকার গল্প। পরে তিনি লিখে ঐটি প্রবাস বন্ধু পত্রিকাতে দেবেন, যেটি সকলে পড়ে আরও আনন্দ পেতে পারে।
উদ্দালকের পরিচালনায় একটি সুন্দর আলেখ্য পরিবেশিত হল, সুনীলের নীরার জন্য। আলেখ্যটির রচনাও উদ্দালকের। পাঠ করলেন নীতা, শ্রাবণী, সুরূপা ও উদ্দালক। এই আলেখ্যাটির মধ্যে দিতে আমরাও ফিরে পেলাম আমাদের প্রিয় কবিকে, বিচরণ করলাম স্মৃতির সরনী দিয়ে, ছুঁয়ে এলাম তাঁর নীরাকে।
তারপর আরো গল্প, আড্ডা, আলোচনা ও খাওয়া দাওয়ার পর সভা শেষ হলো।
সকলে ভালো থাকবেন।
শুভেচ্ছান্তে,
শ্যামলী ও বিশ্বরুচী