মার্চ ২৯, ২০২০ – সভা বিষয়ক দুচার কথা, শ্রাবণীর কলমে
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ,’প্রবাস বন্ধু ‘ সাহিত্য গ্রূপের্ তরফে এ বছরের শেষ সাহিত্য সভা বসার কথা ছিল ২৯শে মার্চ রবিবার দুপুরে সভার অন্যতম সদস্য শ্রাবনী রায় আকিলার বাড়ী। কিন্তু দুর্ভাগ্যক্রমে, বিধি এখন বাম ও ডান দুদিকেই এবং নিষেধ সর্বত্র ! তাই স্থির হলো ,সাক্ষাতে যেহেতু সম্ভব নয় ,সভা বসবে দূরাভাসে । কথা মতো, রবিদা ,চন্দ্রাদি ও সুমিতাদির বিশেষ সাহচর্যে, নির্ধারিত দিন ও সময় মেনেই ব্যবস্থা হল টেলিকনফারেন্সের। বিষয়সূচি ততক্ষনে রেডি,সঞ্চালনায় শ্রাবনী।
চা ও টা ব্যতিরেকে এমন অভিনব সভার শুরুতে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পরে , প্রবাস বন্ধু ম্যাগাজিনের সম্পাদিকা ,মালবিকা দি ,যিনি সারাবছর পত্রিকার জন্য নিরলস পরিশ্রম করে চলেন, একবার তাঁর স্বভাবসিদ্ধ সুমিষ্ট কণ্ঠে অনুরোধ করলেন সবাইকে,যে প্রবাস বন্ধুর নববর্ষ সংখ্যার জন্য তাঁরা যেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে লেখা জমা দিয়ে দেন। এর পরে ,সুমিতাদি ও রবিদা সংক্ষিপ্তভাবে ,প্রবাস বন্ধুর ওয়েবসাইট নিয়ে কাজকর্ম এবং তার আত্মপ্রকাশের সম্ভাব্য সময় নিয়ে কিছু আভাস দিলেন।
এর পরে সভার মূল ও প্রথম পর্ব। প্রথমেই স্বরচিত কবিতা ও গল্প পাঠের আসরে ,সভার সদস্য তারেক আলী পড়লেন , তার সদ্য লেখা দুটি কবিতা ‘ যাও চলে দূরতম নক্ষত্রে ‘এবং ‘তোমার সাথে কথা ছিল।’ তারেকের সুন্দর কণ্ঠস্বরে কবিতা দুটি অন্য মাত্রা পেলো। শ্রদ্ধেয় মৃণাল চৌধুরী পড়লেন তাঁর প্রবন্ধ ,”এবার দেশে গিয়ে দুটি ভালো অভিজ্ঞতার কথা। ” যার একটিতে তিনি শোনালেন কলকাতার পোয়েট ফাউন্ডেশন ও তার প্রতিষ্ঠাতা প্রদীপকুমার চৌধুরীর সাথে তার আলাপের কথা, তাদের নানারকম সাহিত্য বিষয়ক এবং সমাজ সেবামূলক কাজকর্মের কথা। দ্বিতীয় প্রবন্ধে উচ্ছসিত ভাবে উঠে এলো মৃণালদার সাম্প্রতিক বেনারস ভ্রমণের কথা। বেনারসের শান্ত সমাহিত রূপ ,গঙ্গার বুকে নৌকা ভ্রমণ, ঐতিহ্যবাহী বেনারসী শাড়ীর বিপণীর প্রসঙ্গ, সবই মৃণালদা ছুঁয়ে গেলেন অপার মুগ্ধতায়। সোমনাথ বসু পড়লেন ,গুরুত্বপূর্ণ তথ্যে ভরা তাঁর প্রবন্ধ ‘ভাষা আন্দোলনের তিন অধ্যায়’। যা এই বিষয়ে পরবর্তীকালে আরো বৃহত্তর আলোচনা ও পাঠের দরজা খুলে দিতে সক্ষম। এবারের সাহিত্য বাসর দূরাভাসে হওয়ার দরুন আমাদের বিশেষ সৌভাগ্য হয়েছিল শ্রদ্ধেয় অসিত সেন’দা-র সান্নিধ্য পাওয়ার। উনি আমাদের পরপর দু’ টি রবীন্দ্রনাথের কবিতা পাঠ করে এবং রবীন্দ্র চিন্তা ও দর্শন প্রসঙ্গে , নিজের কিছু অমূল্য মতামত জানিয়ে আমাদের মনে করিয়ে দিলেন ,বর্তমানের অস্থির ও ভয়ার্ত সময়ও, রবীন্দ্রনাথ আমাদের সবচেয়ে বড় ও আন্তরিক আশ্রয়। এরপরে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প “প্লেগ ” পড়ে শোনালেন শ্রাবণী। গল্পের বিষয় কিয়দংশে কোথাও মিলে গেল পৃথিবীর বর্তমান পরিস্থিতির সঙ্গে। কিছুটা বিষাদমাখা এ গল্পের পরে ,দুর্ঘটনা,আত্মহত্যা নাকি খুন এই প্রশ্ন তুলে ,টানটান রহস্যর আভাস ও বাতাবরণ রেখে গেলেন সুমিতা বসু তাঁর স্বরচিত গল্প ‘তিনটি শব্দ ‘ পাঠ করে। সফিক আহমেদ পাঠ করলেন ,স্বরচিত কবিতা ‘লাভ ইউ জিন্দেগী ‘ এবং কবি জসিমউদ্দিনের কবিতা ‘কবর’। দুটি কবিতাই বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রাসঙ্গিক। উদ্দালক ভরদ্বাজ পড়লেন প্রেমেন্দ্র মিত্রের কবিতা ‘তামাশা’ এবং স্বরচিত কবিতা ‘মায়াময়’। “মুহূর্তের বুদ্বুদ ,জন্ম,মৃত্যু,প্রেম ,আনন্দ,বেদনা আর নিষ্ফল আত্মার আকুতি”র আভাস পাওয়া গেলো ঘুরেফিরে দুই কবিতায়।
সাহিত্য বাসরের দ্বিতীয় পর্বে ছিল …বিশেষ আকর্ষণ – সুবিখ্যাত সাহিত্যিকদের ছোট গল্পপাঠ ও আলোচনা। সুকুমার রায়ের ‘কুকুরের মালিক’ গল্পটির একটি একটি অংশ ধরে ধরে পাঠ করলেন চন্দ্রা দে,রুমা চৌধুরী,নমিতা রায়চৌধুরী এবং নীতা শেটকর। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গুপ্তধন’ গল্পটি একই ভাবে পাঠ করলেন সুমিতা বসু,কমলপ্রিয়া রায় ,মালবিকা চ্যাটার্জী ,নন্দিনী সরকার এবং অচিন্ত্য ঘোষ। দুটি গল্প শেষেই ছিল সকলের সুচিন্তিত মতামত, বিশ্লেষণ ও প্রশ্ন। এ প্রসঙ্গে একবার ছোট্ট ও যথাযথ ভাবে নিজের বক্তব্য জানিয়ে গেলেন আমাদের সকলের কাছে অত্যন্ত সমাদরের এবং মাননীয় লেখক শেলী সাহাবুদ্দিন।
অভিনব এই সাহিত্য বাসরকে বিশেষ ভাবে সমৃদ্ধ করেছিলেন আমাদের প্রবাস বন্ধু সাহিত্য সভার অনেক সভ্য ,ফোনের ওপারে তাঁদের নীরব উপস্থিতি নিয়ে। সকলকে সুস্থ থাকার শুভেচ্ছা জানিয়ে ও বাড়িতে থাকার আর্জি জানিয়ে সভা শেষ হয়। *ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া : কৃতজ্ঞতা স্বীকার রইলো। *
প্রবাস বন্ধু পাঠ চক্র ও বাংলা গ্রন্থাগার
বিষয়সূচী – ২৯শে মার্চ ২০২০
সভা সঞ্চালনা: শ্রাবনী আকিলা
এবারের সভা বসেছিল টেলিকনফারেন্সে: ৭১২-৭৭০-৫৫০৫; পাস কোড: ৬৮২৪৬৬#
শুরু: ৩:৩০ বিকেল
বিষয় | উপস্থাপক | সময় | শুরু | শেষ | |
১ | অভিবাদন ও সভা সঞ্চালনা | শ্রাবনী আকিলা | ৫ মি. | ৩:৩০ | ৩:৩৫ |
২ | কাজের কথা / আলোচনা , ইত্যাদি | কারোর কিছু বলার থাকলে | ১০ মি. | ৩:৩৫ | ৩:৪৫ |
৩ | ওয়েবসাইট নিয়ে আলোচনা | সুমিতা বসু ও সহযোগিরা | ১০ মি. | ৩:৪৫ | ৩:৫৫ |
সাহিত্য চর্চা প্লাস ৩:৫৫থেকে ৬টা
বিষয় | উপস্থাপক | সময় | শুরু* | শেষ* | |
১ | স্বরচিত কবিতা পাঠ – যাও চলে দূরতম নক্ষত্রে, তোমার সাথে কথা ছিল | তারেক | ৪ মি | ||
২ | গল্প /কবিতা / রচনা পাঠ | উদ্দালক ভরদ্বাজ | |||
৩ | স্বরচিত রচনা পাঠ: এবারে দেশে দুটো ভালো অভিজ্ঞতার কথা | মৃণাল চৌধুরী | ৬ মি | ||
৪ | স্বরচিত প্রবন্ধ পাঠ | সোমনাথ বসু | ৬ মি | ||
৫ | কবিতা / রচনা পাঠ | অসিত কুমার সেন | ৮ মি | ||
৬ | গল্প পাঠ: শরদিন্দু বন্দোপাধ্যায় এর ছোটগল্প প্লেগ | শ্রাবণী রায় আকিলা | ৫ মি | ||
৭ | স্বরচিত গল্প পাঠ | সুমিতা বসু | ৭ মি | ||
৮ | কবিতা পাঠ:“Social distancing” (স্বরচিত) ও পল্লী কবি জসিম্মুদিনের কবর | সফিক আহমেদ | ৯ মি | ||
৯ | ছোট গল্প পাঠ ও আলোচনা | নীতা শেটকার, নমিতা রায়চৌধুরী, রুমা চৌধুরী চন্দ্রা দে | ২০ মি | ||
১০ | ছোট গল্প পাঠ ও আলোচনা | সুমিতা বসু, কমলপ্রিয়া রায় , মালবিকা চ্যাটার্জি, নন্দিনী সরকার, অচিন্ত্য ঘোষ | ৪৫ মি | ||
১১ | সভা শেষ / সময় থাকলে গল্প গুজব | সকলে |