এপ্রিল ২৮, ২০১৯ নমিতা ও রাজীব রায়চৌধুরীর বাসগৃহে
প্রবাস বন্ধু সাহিত্য সভার আয়োজনে আলেখ্য ছিল : ভালোবাসা করে কয়। পাঠে অংশ নিয়েছিলেন : অচিন্ত্য, রূপছন্দা, নীতা, শ্যামলী, বিশ্বরুচি, সোমনাথ, সুমিতা ও নমিতা। এছাড়া স্বরচিত ও নির্বাচিত লেখা পাঠ করেছেন, মৃণাল চৌধুরী, সফিক আহমেদ, অচিন্ত্য, রূপছন্দা, নন্দিনী, ও সুমিতা। বসন্তের ফাগে সকলকে রাঙিয়ে দিয়ে সভার শুরু নমিতা-রাজীবের আল্পনা দিয়ে সাজানো মনোরম ও সুসজ্জিত বসবার ঘরে।
সভার শেষে দারুন খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল।
‘ভালোবাসা করে কয়’ আলেখ্যটি লিংকটিতে রইলো ।