এপ্রিল ২৬, ২০২০ মৃণাল চৌধুরীর লেখনীতে
সভা সঞ্চালনা করেছিল অচিন্ত্য ঘোষ। শুরু করে এই ছোট্ট কবিতা দিয়ে—
সভা শুরু হয় টেলিকনফারেন্সের মাধ্যমে বিকেল ৩:৩০ মিনিটে
‘করোনার-ই তাণ্ডবে আজ / বিশ্ব-নিখিল ব্যস্ত
পৃথ্বী জুড়ে মানবজাতি / মৃত্য ভয়ে ত্রস্ত।
জিততে তবু হবেই শেষে/ আসবে ফিরে হর্ষ মুক্ত চিত্তে জানাই সবায়
শুভ নবীন বর্ষ। / গাইছে পাখি গান খুলে
প্রাণ ভরলো সুরে বাতাস, নমস্কারে জানাই সবাই
স্বাগত ১৪২৭—’
আয়ব্যয়ের হিসেব দেয় রবি দে।
ওয়েবসাইটের উদ্ভোধন এবং আলোচনা করে সুমিতা বসু এবং ওয়েবসাইটের অন-লাইনে উপস্থিত—
টীম মেম্বার— রবি দে, চন্দ্রা দে, রাজীব রায় চৌধুরী, নীতা শেঠকার এবং আর সকলে। ওয়েব সাইটের ব্যাপারে প্রবাস বন্ধুর এটা একটি বিশাল ধাপ।
মনে করি, এত অল্প খরচে এবং এত অল্প সময়ে এমন একটি ওয়েব সাইট গর্ব;করার মত। মালবিকা চ্যাটার্জী উপহার দেয় এই প্রথম অন লাইন নববর্ষ; পত্রিকা। “করোনা”র কারণে; ছাপানো
সম্ভব হয়নি। এক ঝলকে সকলের বড় ভালো লেগেছে এবারের পত্রিকা।
কমলপ্রিয়া রায় স্বরচিত কবিতা “নববর্ষ” পাঠ করে মূল সাহিত্য চর্চা প্লাস শুরু করে। সকলের কমলপ্রিয়ার কবিতা পাঠ ভালো লেগেছিলো।
সোমনাথ বসুর আনন্দ বাজার পত্রিকায় প্রকাশিত “বাঙালীর সাধনা” প্রবন্ধ পাঠ আমাকে বিশেষ করে উদবুদ্ধ করেছে যা আমি সভায় প্রকাশ করেছি ।
ডেট্রয়েটের প্রবাস বন্ধুর মেম্বার সুজয় দত্তের লেখা “করোনামঙ্গল” আর হিউস্টনের চন্দ্রা দে -এর পাঁচালির মত সুর করে— তার পাঠ এক কথায় অপূর্ব। অনেক অনেক দিন এই পাঠ মনে থাকবে।
আলী তারেকের স্বরচিত গল্প “সন্তান” বুঝতে যথেষ্ট কষ্ট হয়েছে—বুঝতে পারছি, গল্পটি রূপক অর্থে লেখা, কিন্তু ভাবনাটা স্পষ্ট নয়। আমি তাই পরে তারেকের সাথে যোগাযোগ করে জানতে পারি, ওর এই গল্পটি বেশ কিছু বছর আগে ইংরিজিতে লেখা , নাম ‘The Offspring’, যার এক অর্থে বাংলা অর্থ ‘সন্তানগণ’। প্রবাস বন্ধু সাহিত্য সভায় পাঠ করার জন্য বাংলায় অনুবাদ করে নাম দিয়েছে ‘সন্তান’। মানুষ যে গৃহপালিত অনেক পশুদের দীর্ঘদিন সন্তান সুলভ লালন পালন করে একসময় তাদের হত্যা করে খাদ্য হিসাবে ব্যবহার করে সেই অনুভূতি থেকে তার লেখা গল্প ‘সন্তান”‘ আমি এই প্রসঙ্গে ওর সাথে কথা বলে জানতে পেরেছি, সেই থেকে তারেক নিরামিষাশী।
অচিন্ত্য ঘোষের স্বরচিত দুটি মনসংগীত পাঠ – প্রথমটি করোনা ভাইরাসের ওপর যেটি এবারের নববর্ষ সংখ্যায় প্রকাশিত আর দ্বিতীয়টি জীবনের গতি পথে আপনজনের কাছ থেকে এত স্নেহ এত প্রীতি ও ভালোবাসার প্রতিদান দেবার সাধ্যি যে নেই সেটি— নিজস্ব অনুভূতি।
রূপছন্দা ঘোষের দুটি কবিতা পাঠ। প্রথমটি সৈকত কুন্ডুর, ‘ তোমরা; যাকে যুদ্ধ বল’, আর দ্বিতীয়টি তারাপদ রায়ের, ‘সব ঠিক হয়ে যাবে’।
সফিক আহমেদের স্বরচিত কবিতা পাঠ ২০২০ সালের কলকাতা বুক ফেয়ারে প্রকাশিত কবিতার বই, ‘নৈঃশব্দের প্রতিবাদ’ থেকে দুটি কবিতা, ‘ভয় হয়’ ও ‘শুধু তোমাকে চাই’ ।
সঞ্চয়িতার ক্ষণিকা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের, ‘যথাস্থান’ কবিতাটি পাঠ করে শোনালেন অস্টিন থেকে আমাদের অসিতদা।
সভার শেষ পর্যায়ে সুমিতা বসুর পরিচালনায়— বাংলার প্রবাদ ও প্রবচন নিয়ে ‘প্রবাসে প্রবাদে প্রলাপ’ বলে খেলাটি সকলে মিলে অত্যন্ত মনোজ্ঞ এবং আকর্ষণীয় হয়েছিল।
*ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া : কৃতজ্ঞতা স্বীকার রইলো। *
————————————————————————————-
প্রবাস বন্ধু পাঠ চক্র ও বাংলা গ্রন্থাগার
বিষয়সূচী – ২৬শে এপ্রিল ২০২০
সভা সঞ্চালনা: অচিন্ত্য ঘোষ
এবারের সভা বসবে টেলিকনফারেন্সে: ৭১২-৭৭০-৫৫০৫; পাস কোড: ৬৮২৪৬৬#
শুরু: ৩:৩০ বিকেল
বিষয় | উপস্থাপক | সময় | শুরু | শেষ | |
১ | অভিবাদন ও সভা সঞ্চালনা | অচিন্ত্য ঘোষ | ৫ মি: | ৩:৩০ | ৩:৩৫ |
২ | কাজের কথা / আলোচনা, ইত্যাদি | কারোর কিছু বলার থাকলে | ৫ মি: | ৩:৩৫ | ৩:৪০ |
৩ | ২০১৯-২০২০ সালের হিসেব | রবি দে | ১০ মি: | ৩:৪০ | ৩:৫০ |
৪ | ওয়েবসাইট নিয়ে আলোচনা | সুমিতা বসু ও সহযোগিরা | ২০ মি: | ৩:৫০ | ৪:১০ |
৫ | পত্রিকা – নববর্ষ সংখ্যা | মালবিকা চ্যাটার্জী | ১৫ মি: | ৪:১০ | ৪:২৫ |
সাহিত্য চর্চা প্লাস ৪:৩০থেকে ৬টা
বিষয় | উপস্থাপক | সময় | শুরু* | শেষ* | |
১ | স্বরচিত গল্প /কবিতা / রচনা পাঠ | কমলপ্রিয়া রায় | ৩ মি: | ৪:৩০ | ৪:৩৩ |
২ | “বাঙালীর সাধনা” প্রবন্ধ পাঠ | সোমনাথ বসু | ৬ মি: | ৪:৩৩ | ৪:৩৯ |
৩ | সুজয় দত্তর লেখা “করোনামঙ্গল”- পাঠ | চন্দ্রা দে | ৫ মি: | ৪:৩৯ | ৪:৪৪ |
৪ | স্বরচিত গল্প পাঠ – সন্তান | আলী তারেক | ১৫ মি: | ৪:৪৪ | ৪:৫৯ |
৫ | স্বরচিত গল্প /কবিতা / রচনা পাঠ | অচিন্ত্য ঘোষ | ৫ মি. | ৪:৫৯ | ৫:০৪ |
৬ | কবিতা / রচনা পাঠ | রূপছন্দা ঘোষ | ৫ মি: | ৫:০৪ | ৫:০৯ |
৭ | স্বরচিত কবিতা পাঠ | সফিক আহমেদ | ৫ মি:. | ৫:০৯ | ৫:১৪ |
৮ | সঞ্চয়িতা থেকে রবীন্দ্রনাথের কবিতা পাঠ | অসিত কুমার সেন | ৮ মি: | ৫:১৪ | ৫:২২ |
৯ | ” প্রবাসে প্রবাদে প্রলাপ ” খেলা : | সকলে/ সঞ্চালনা: সুমিতা বসু | ৩০ মি: | ৫:২২ | ৫:৫২ |
১০ | সভা শেষ / সময় থাকলে গল্প গুজব | সকলে |