ডিসেম্বর ‘১৮ প্রবাসবন্ধুর সাহিত্য সভা মালবিকা চ্যাটার্জীর কলমে
সাহিত্য সভার বন্ধুরা,
সকলকে অনেক ধন্যবাদ জানাই যাঁরা কাল আমাদের বাড়িতে এই বছরের শেষ সাহিত্য সভায় আসতে পেরেছিলেন এবং বিভিন্ন রকম স্বরচিত লেখা পড়ে আমাদের আনন্দ দিলেন । যাঁরা আসতে পারলেন না তাদের মিস্ করলাম ।
সভার শুরু প্রবাস বন্ধুর একটি পুরনো সংখ্যায় রবির কবিতা দিয়ে আর সভার সমাপ্তি হয় সুপ্রদীপ্তার মা’র কিছু গল্পকথা দিয়ে। মাঝখানে ছিল আরো কিছু আনন্দদায়ক লেখা । বিশ্বরূচি তার লেখা কাগজ বাড়িতে ফেলে আসায় মন থেকে বলল সেই অভিজ্ঞতার কথা; যে অভিজ্ঞতা জীবনের সঙ্গে জড়িয়ে থাকে তার জন্য কাগজের প্রয়োজন হয় না, সে স্বতঃস্ফূর্ত । অচিন্ত্যর ভাব-ভক্তিতেভরা মনসঙ্গীত সততই মন কাড়ে । সোমনাথ ও সুমিতার তথ্যমূলক লেখা খুব ভাল লাগে । নন্দিনীর কাছ থেকে হোয়াটস্-অ্যাপের টুকরো কথা, মৃণালদার চলার পথের গল্প সঞ্চয়, ডলির অভিজ্ঞতা সব সুন্দর হ’ল ।
এবার অনেকদিন বাদে কমলপ্ৰিয়া আমাদের সভায় উপস্থিত থেকে খুবই আনন্দ দিয়েছে সকলকে । কমলপ্রিয়ার কবিতার ছত্রে ছত্রে হিউস্টন থেকে দূরে থাকার বেদনা আমরা সকলেই অনুভব করলাম ।
প্রবাস বন্ধু ওয়েবসাইটের উন্নতির জন্য সুরূপা বেশ কিছু দায়িত্ব দিল সবাইকে । ওর কাছে জানলাম কীভাবে ওরা কাজটা এগিয়ে নিয়ে চলেছে ।
সব মিলিয়ে শীতের সন্ধ্যায়, খ্রীস্টমাসের মরশুমে হৈ হৈ করে বেশ কাটল ।
আবার সকলকে ধন্যবাদ ।
মালবিকা চ্যাটার্জী (17th December 2018)