সোমনাথ বসু
পশ্চিমবঙ্গ থেকে কেমিকাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রী করে, স্নাতকোত্তর ডিগ্রির জন্য প্রায় তিরিশ বছর আগে মার্কিন মুলুকে আসা। বস্টনের Northeastern University থেকে PhD করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সংস্থায় সাতাশ বছর কর্মরত বস্টন এলাকাতেই । ১৯১২ সালে হিউস্টনে স্থিতি। সাহিত্য সভার সদস্য হিউস্টনে আসার পর পরই। আগ্রহ ভ্রমণ-সংক্রান্ত ও অন্যান্য ঐতিহাসিক বিষয়ে। পড়াশোনা ও লেখালেখিও তাই।
সোমনাথের নিজের ভাষায়, বই পড়তে ভালোবাসি বরাবর। কাজের সূত্রে এবং বেড়ানোর সূত্রে ঘুরেছি অনেক দেশ বিদেশ। মানুষ দেখেছি অনেক– দেখেছি তাদের সংস্কৃতি ও ঐতিহ্য। মনে হয়, মানুষের ইতিহাসে লুকোনো আছে কত শত রহস্য। সেই রহস্য আমাকে টানে কোন সুদূরে। তাই যা পড়ি, দেখি, শুনি তাই লিখি, অবশ্যই তা তথ্য ভিত্তিক। আর আমার এই ভাবনাকে চাই সাহিত্য-সভার সকলের সঙ্গে ভাগ করে নিতে। মাসান্তে তাই প্রবাস বন্ধুর পাঠ চক্র আমার খুব প্রিয় জায়গা।