সুমিতা বসু
সুমিতা হিউস্টন-এ এসেছে ২০১২তে , তার আগে বাস ছিল বস্টনে। কলকাতায় লেডি ব্রাবোর্ন ও স্নাতকোত্তরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। সাহিত্যকে ভালোবাসা তার আজীবন। পড়তে ভালো লাগে উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ– ইংরেজি ও বাংলা, দুই ভাষাতেই । আর সুমিতার মন ভাসায় কবিতা। মনে হয় রবীন্দ্রনাথকে জানা ও বোঝার মধ্যে দিয়ে তার নিজেরও জীবন ভাবনার ভাঙা গড়া, গড়ে ওঠা। আধুনিক কবিরাও টানে, সেই শন শন হাওয়ায় হাওয়ায়, কেঁপে ওঠে অনেক অনেক তারা — বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, বীরেন চট্টোপাধ্যায়, সুধীন দত্ত, জীবনানন্দ, শক্তি চট্টোপাধ্যায়, শামসুর রহমান , শঙ্খ ঘোষ, অলোকরঞ্জন দাশগুপ্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, বিনায়ক, শ্রীজাত, অংশুমান কর–এতো শুধু নাম, নাকি নামের গভীরে কবিতার মন্ত্র!
সুমিতা প্রবাস বন্ধু সাহিত্য সভার নিয়মিত সদ্স্যা। তার নিজের ভাষায়, ‘আবার ঘরে ফেরা। সাহিত্য নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করে আজ তিরিশ বছরেরও বেশী বাস আমেরিকায়। প্রথমে বস্টনে তারপর হিউস্টনে। বস্টন বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি করে নানান financial companyতে যুক্ত থাকা, বোস্টনের ব্যস্ততাময় কর্মজীবনে। হিউস্টনে আসার সময়ে আর নতুন কাজ নয়, শুরু হল স্বপ্নের জাল বোনা। Publishing Companyর নাম Indic House (www.Indichouse.com)। উদ্দেশ্য সাহিত্যসেবীর প্রতি অর্ঘ্যদান। সেই পথচলার পথ বন্ধুর। আসলে ভালবাসার কোনও কাজই তো সহজ নয়। তবু শক্তি যেন থাকে। স্বপ্নপূরণ হবেই। হিউস্টনে প্রতি মাসে লেখার একটা দায়বদ্ধতা আমাকে এই সৃষ্টিধর্মী জগতে যুক্ত রেখে দেয়। প্রবাস বন্ধুর কাছে তাই আমার ঋণ অপরিশোধ্য। ‘
সুমিতা The Treasure from Bengal: An Anthology of Bengali Short Stories বইটির সম্পাদকমন্ডলীর একজন। চব্বিশটি বাংলা গল্পের স্বচ্ছন্দ ও সাবলীল অনুবাদের এই ইংরিজে বইটি Amazon-এ পাওয়া যাচ্ছে, এবং প্রভূত প্রশংসা কুড়িয়েছে ।