শ্রাবণী রায় আকিলা
জন্ম,বড় হয়ে ওঠা পশ্চিমবঙ্গের ইস্পাতনগরী বার্নপুরে। কলেজের পড়াশোনা ইংরাজি সাহিত্যে। পরবর্তী জীবনে কানাডিয়ান রেড ক্রস এবং হিউস্টনে একটি পাবলিক এলিমেন্টারি স্কুলে কিছুকাল চাকরি , সিঞ্চিত অভিজ্ঞত্যার মূল্যে যা অপরিসীম।ব্যক্তিগত জীবনে সমানভাবে ভালো লাগে নিজের সন্তান,পরিবার ও পোষ্যদের সাথে সময় কাটাতে বা একা থাকতে । বৃষ্টি, সবুজ , সমুদ্র ,ভালো কবিতা ও কফি পেলে অন্য কিছুর প্রয়োজন হয় না। এবাদে ভালোলাগে লিখতে,পড়তে,গাইতে,শুনতে,দেখতে, জানতে ,বেড়াতে। মুহূর্তের বাঁচায় বিশ্বাসী। তাই যেকোনো দেশ বা শহরে তাড়াতাড়ি মানিয়ে নিতে অসুবিধা হয় না।
এযাবৎ লেখা প্রকাশিত হয়েছে আনন্দবাজার,এই সময়,বর্তমান,দুকূল,প্রবাস বন্ধু ও শারদ অর্ঘ্য তে। ফেসবুকে লিখতে ভালো লাগে। নিজের একটি ব্লগ আছে, এই সময় পত্রিকার ইন্টারনেট ভার্সানে।