শ্যামলী মিত্র
প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে পড়াশোনা শেষ করে, বিয়ের সূত্রে শ্যামলী প্রবাসী। বর্তমানে হিউস্টনবাসি। সাহিত্য তার প্রাণ, সাহিত্য তার জগৎ।
শ্যামলীর নিজের ভাষায়, ‘আমরা তিরিশ বছরের ওপর আমেরিকা প্রবাসী হয়েও বিভিন্ন পেশার সাথে যুক্ত থেকেও এখনও বাংলাতেই স্বপ্ন দেখি, বাংলাতেই চিন্তা করি, আমরা বাংলায় গান গাই আর বাংলা সাহিত্য ও সংষ্কৃতিকে প্রাণভরে ভালোবাসি. এই আমার সবচেয়ে বড় পরিচয় । প্রবাস বন্ধু আমার এক ভালোবাসার জায়গা। ‘