রবি দে
জন্ম কলকাতায় ৷ ছাত্র জীবন কেটেছে নরেন্দ্রপুর আর খড়্গপুরে ৷ স্নাতকোত্তর পড়াশোনা বার্কলেতে ৷ চাকরি সূত্রে বহুদিন হিউস্টনে ৷ প্রবাস বন্ধুর সঙ্গে যুক্ত প্রায় গোড়া থেকেই – চর্চার অভাবে বাংলা ভাষায় দখল না কমে যায় সেই ভয়ে ৷ বহুদিন ধরে প্রবাস বন্ধুর গ্রন্থাগারিক ও কোষাধক্ষ্য ৷
প্রবাস বন্ধু রবির বড় আপনার জায়গা। তাই তাঁর নিজের ভাষায়, অনেকের মতো ছোটবেলা থেকে বই পড়ার নেশা ৷ এখনো গোগ্রাসে গিলি যা পাই হাতের কাছে, তবে লেখা খুব একটা হয়ে ওঠে না ৷ সাহিত্য সভায় আমার ভূমিকা মূলত শ্রোতার আর কখনো বা গররাজী সভা পরিচালকের ৷