মৃণাল চৌধুরী
মৃণাল চৌধুরী হিউস্টনের বাসিন্দা আজ প্রায় তিরিশ বছর, আর প্রবাস বন্ধুর বহুদিনের নিয়মিত সদস্য। তাঁর প্রথম আমেরিকায় আসা নিউ ইয়র্ক শহরে, তারপর মাত্র কিছুদিন বোস্টন এ কাটিয়েই, সোজা পাড়ি হিউস্টনে। যাদবপুর থেকে কেমিকাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রী শেষ করে অনেক নাম করা কোম্পানিতে কাজ করেছেন পেশাগত ভাবে। তবে নেশায় আছে সাহিত্য। মৃণাল চৌধুরীর লেখা দুটি বই কলকাতা প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে এবং বহু প্রশংসা অর্জন করেছে। জীবনের আশ-পাশ-চারপাশ থেকে গল্প উঠে আসে তাঁর কলমে। আর ভালো লাগে মানুষ। এতো দেশ… তার মধ্যে এতো কোটি কোটি মানুষ.. তাদের নিজস্ব ভাবনা চিন্তা ভালোবাসা মন্দবাসা নিয়ে যেন নতুন নতুন গল্প হয়ে উঠছে, এই ভাবনাটাই আপ্লুত করে মৃণাল চৌধুরীকে।
তাঁর নিজের ভাষায়, ‘আমার মনে হয় আমাদের চারপাশে আকাশে বাতাসে ঘরে বাইরে নিভৃতে নির্জনে বাস্তবে অবাস্তবে জীবনের গল্পগুলো সব লুকিয়ে আছে। এই গল্পগুলোকে তুলে ধরাই কবি সাহিত্যিকদের কাজ। হিউস্টনের প্রবাসবন্ধু সাহিত্যসভা প্রতি মাসের শেষ রবিবার বিকেল সাড়ে তিনটেয় জীবনের এই গল্পগুলো তৈরি করা,বলা আর শোনার সুযোগ করে দিয়েছে প্রায় কুড়ি বছর ধরে। আর সঙ্গে দিয়েছে ঘরের তৈরী কিছু খাবার উপভোগ করার সুযোগ।
আমি এই সুযোগ কিছুতেই ছাড়ছি না।’