বিশ্বরুচী মিত্র
জন্ম চট্টগ্রাম বাংলা দেশ– মার্কিন মুলুকে আসা ১৯৮১ তে, স্নাতকোত্তর ডিগ্রীর জন্য। Tulsa Oklahoma তে Petroleum Engineering নিয়ে পড়াশোনার পর হিউস্টনে Computer Science নিয়ে আবার পড়া। ততদিনে হিউস্টনে বাস পাকাপাকি হয়ে গেছে। কিছুদিন পরে প্রবাস বন্ধুর সঙ্গে পরিচয়। প্রথম প্রথম আসা যাওয়া ছিল শ্রোতা হিসেবে। মনে নেই, কবে একজন প্রবাসবন্ধু পরিবারেরই একজন হয়ে যাওয়া। বাংলা সাহিত্য ও সংষ্কৃতি র প্রতি অনুরাগ ও টান থেকে কর্মজীবনে প্রভূত ব্যস্ততা সত্ত্বেও সাহিত্য সভায় যোগদান ( কিছু টা অর্ধাঙ্গিনী র প্রবল তাড়না) সাহিত্য সভা এই প্রবাস জীবনে বিশ্বরুচী র কাছে একঝলক টাটকা বাতাসের মতো | যাতে মনের আরাম ও প্রানের শান্তি |
বিশ্বরুচীর নিজের ভাষায়– ছোটবেলা থেকেই গল্পের বই পড়তে খুব ভালো লাগত। মনে আছে, বাংলা সাহিত্যের সঙ্গে প্রথম পরিচয় ‘রামের সুমতি’র মধ্যে দিয়ে। স্ত্রী শ্যামলীর সূত্রে বাংলা সাহিত্য চর্চার শুরু। আগে ছিলাম পিওন এখন রীতিমতো সাহিত্য অনুরাগী। মাসের শেষের রবিবারটার জন্য সারা মাস অপেক্ষায় থাকি।