নীতা সেটকার
নীতা যাদবপুর থেকে কেমিকাল ইঞ্জিনিয়ারিং-এ পাশ করে, স্নাতকোত্তর ডিগ্রীর জন্য পাড়ি দেয় আমেরিকায়। হিউস্টনএ এসে যুক্ত হয় প্রবাস বন্ধুর সঙ্গে। খুব ভালো লাগে বই পড়তে, সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ কে নিতে– তাই মন পড়ে থাকে ক্যালেন্ডারের শেষ রবিবারটার জন্য।
তার নিজের ভাষায়, ‘প্রবাস বন্ধুর পুরো ব্যাপারটাই হলো বিদেশে বসে স্বদেশের সাহিত্য চর্চা বজায় রাখার একটা ছোট্ট প্রয়াস। আমার গল্পের বইয়ের নেশা ছোটবেলা থেকে। পেশায় ইঞ্জিনিয়ার হলেও নেশায় সাহিত্য আছে। সারা দিনের কর্পোরেট কাজের শেষে বিছানায় একটা গপ্পের বই নিয়ে শুতে যাই এখনো। তাই এই মাসিক সাহিত্য সভায় যোগদান করি খুব উৎসাহ নিয়ে। প্রবাস বন্ধুর অনেক সদস্যই published authors, অনেকেই খুব ভালো কবি ও সাহিত্যিক – তাদের সংগ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার।
সবাই মিলে চা জলখাবারের সাথে সাহিত্য চর্চা আমার কাছে বাঙালিয়ানার ষোলোআনা পূরণ !’