নন্দিনী সরকার
নন্দিনী সরকার উত্তর কলকাতার কন্যা, এখন হিউস্টনের বাসিন্দা ও প্রবাসবন্ধুর নিয়মিত সদস্যা। সাহিত্যে তার আগ্রহ ছোট থেকেই, অনেক ছড়াও লিখেছে। নন্দিনীর স্কুল বাগবাজার মাল্টি পারপাস। তারপর র. জি. কর মেডিকেল কলেজ থেকে পাশ করে আমেরিকাতে আসা। এখানে M D Anderson- এ রিসার্চ অ্যাসোসিয়েট হয়ে কিছুদিন কাজ করেছিল, বর্তমানে Board of Surgical Associates-এ যুক্ত। বাড়ি, কাজ, ছেলেদের সামলেও নন্দিনী সময় করে নেই নিজের ভালোবাসার জায়গাগুলোকে, যেমন, গান, নাচ, বেড়ানো আর সাহিত্য সভা। মাসের শেষের এই রবিবারের আড্ডা ব্যাড দিতে একেবারে মন চায় না। নন্দিনীর ভাষায়, ‘আমার আত্মীয় স্বর্গত অত্রিদি ও ফণিদার উৎসাহেই প্রথমে যোগ দিই, দেশের বাইরে বাংলাসাহিত্য চর্চার এতো ভালো সুযোগ ছাড়তে মোটেই রাজী নই। মাঝে মাঝে পড়ি, তবে অন্যের লেখা শুনতে ও আলোচনা করতে ভালো লাগে। এখানে যে English Literature Committee আছে, আমি তাতেও যুক্ত।’