চন্দ্রা দে
চন্দ্রা কলকাতার মেয়ে, বিয়ের পর থেকে হিউস্টন-এই তাঁর বাড়ি-ঘর-সংসার ।
তাঁর নিজের ভাষায়, ‘প্রবাস বন্ধুর সঙ্গে আমি যুক্ত আছি গত ২৫ বছর। আমি লেখিকা নই কিন্তু পাঠ চক্রের মাসিক সভায় সকলের লেখা শুনতে জানতে আমার খুব ভালো লাগে। বেশ কিছ প্রতিভাসম্পন্ন মানুষজনের সঙ্গে এখানে মেলামেশা করতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করি। মাসিক সভা আয়োজনের গুরু দায়িত্ব আমার ওপর, খুব ভালো লাগে। সারা বছর অন্যান্য কিছু আয়োজন করতেও আমার দারুণ আগ্রহ।’