কমলপ্রিয়া রায়
প্রবাসবন্ধুর একনিষ্ঠ সদস্যা কমলপ্রিয়া রায়, বাস হিউস্টনের শহরতলী কেটিতে । কর্মসূত্রে এখন স্বামী আলোকের সঙ্গে থাকেন জর্জিয়াতে। কলমপ্রিয়ার ভাষায়, ‘আমি শান্তিনিকেতনে ছিলাম, তাই বাংলা সাহিত্য, সংস্কৃতি আর গান আমার রক্তে। আমি নিয়মিত গান করি, হিউস্টনে এসে সাহিত্যসভার খবর পেয়ে, খুব ভালো লেগেছিল আর সকল সভ্য সভ্যার সঙ্গও আমার খুব ভালো লাগে । এখানে মালাবিকাদি আমাকে প্রথম কবিতা লিখতে অনুপ্রাণিত করে, তারপর থেকে আমি নিয়মিত কবিতা লিখে যাচ্ছি। সেই কবিতাগুলি আমি সভায় পড়ি আর পত্রিকাতেও দিই, সকল পাঠকের জন্য। প্রবাসবন্ধু আমার বড় আপনার জায়গা। মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকি। ‘ নন্দিনী সরকার উত্তর কলকাতার কন্যা নন্দিনী সরকার এখন হিউস্টনের বাসিন্দা ও প্রবাসবন্ধুর নিয়মিত সদস্যা। সাহিত্যে তার আগ্রহ ছোট থেকেই, অনেক ছড়াও লিখেছে।