প্রবাসবন্ধু পত্রিকা প্রথম সংখ্যা (১৯৯৯): উদ্দালক ভরদ্বাজ
গত শতাব্দীর আশির দশকে, শ্রী অসিত কুমার সেন, প্রীতিময় ভট্টাচার্য ও তার পত্নী শ্রীমতী অশোকা ভট্টাচার্যর উৎসাহে সৃষ্টি হয় আমাদের হিউস্টনের প্রবাসবন্ধু সাহিত্যসভা। প্রথম সভা হয় ১৯৯১ সালে। দীর্ঘ ৩২ বছর আগের নিয়ম অনুযায়ী, এখনও প্রতি মাসের শেষ রবিবার সাড়ে তিনটের সময় আমরা মিলিত হই কোনও এক সভ্যের বাড়িতে। নিজেদের লেখা বা যে কোন ভালো লাগা লেখা পড়ি, আলোচনা হয় সাহিত্যের নানা বিষয়ে। কখনো অতিথি লেখকরাও আসেন।
প্রতি বছর প্রবাসবন্ধু নামেই আমাদের সাহিত্য পত্রিকার দুটি করে সংখ্যা প্রকাশিত হয়, নববর্ষ সংখ্যা ও শারদীয় সংখ্যা। আমাদের সভ্যদের সঙ্গে সঙ্গে পৃথিবীর নানান দেশের মানুষও লেখেন এই পত্রিকাগুলিতে। আমাদের সাম্প্রতিকতম ২০২২এর শারদীয়া সংখ্যার ৯৮ পৃষ্ঠা জুড়ে রয়েছে, কলকাতা, মুম্বাই, মেদিনীপুর, পুরুলিয়া সহ, উত্তর আমেরিকার একাধিক রাজ্যের বাঙ্গালি লেখকদের লেখা কবিতা, প্রবন্ধ, ভ্রমণকাহিনী।
কোভিড পরবর্তীকালে আমাদের ছাপা পত্রিকা সম্পূর্ণ ডিজিটাল কলেবরেই রূপান্তরিত হয়েছে এখন। সাম্রতিক কালে প্রকাশিত এই ডিজিটাল পত্রিকাগুলি সবই আমাদের ওয়েবসাইটে পাওয়া যায়।
পুরনো ছাপা সংখ্যাগুলির ডিজিটাল আত্মপ্রকাশের পথে আজ প্রথম পদক্ষেপ, আমাদের সভার প্রথম বছরের প্রথম সংখ্যা। ১৯৯৯ সালে প্রকাশিত সর্বসাকুল্যে চারটি পাতার সেই প্রথম সখ্যায় ছিল সম্পাদকীয় (প্রলেতা বসাক ছিলেন সম্পাদক), প্রবাসবন্ধুর উৎপত্তি নিয়ে একটি লেখা, পনেরই আগস্ট নিয়ে একটি প্রবন্ধ, একটি পাতায় স্থানীয় ও আন্তর্জাতিক খবরাখর, মূলত বাংলা ও বাঙ্গালিকে নিয়ে এবং শেষের পাতায় একটি অনুবাদ সহ চারটি কবিতা ও কলকাতার সম্প্রতি প্রকাশিত কিছু জনপ্রিয় বইয়ের নাম ও প্রকাশকের সন্ধান।
এই সংখ্যা সহ সব ইলেক্ট্রনিক সংখ্যা পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে (https://www.prabashbandhu.org/) এই ওয়েবসাইটে যেমন পড়া যাবে আমাদের পত্রিকার নতুন ও পুরনো সংখ্যা, তেমনই পাওয়া যাবে সাহিত্যের নানা বিষয়ে আলোচনা, সভ্যদের লেখা এবং অন্যান্য লেখকদের লেখা ব্লগেরও সন্ধান। এ ছাড়া দেশ বিদেশ থেকে প্রকাশিত বাছাই করা উচ্চ মানের বাংলা পত্রপত্রিকার ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন বাংলা বইয়ের দোকান এবং ইন্টারনেটে ছড়িয়ে থাকা বাংলা সাহিত্যের সম্ভারের ইলেক্ট্রনিক সংস্করণের লিঙ্কগুলিও।