সেপ্টেম্বর ১৮, ২০২২: রুমকি দাসগুপ্ত-র লেখনী-তে
এবার সাহিত্য সভা একটু তাড়াতাড়ি হল। পুজো পুজো সাজ লেগেছে আমাদের বড়বেলার শহর হিউস্টন এ। হলো আমাদের বাড়িতে। খুব শখ করে অক্টোবরের বিজয়া সম্মেলনিটা নিয়েছিলাম। কিন্তু ওই যে বলে, ম্যান প্রপসেস গড ডিস্পোসেস! তাই হলো। পরিকল্পনা বদলাতে হল। তবে ভালো কিছুর জন্য। ঠিক পুজোর পর দেশে যাচ্ছি। ছোট্ট হলেও বড় ভালো হলো সভা। সত্তা লেখনী পাঠ হলো । আমাদের এই সভায় অনেক ভালো লেখক লেখিকা আছেন। তাই আমি কখনো প্রথম পাঠটা নেই না । কিন্তু ওই নিজের বাড়িতে করতে হলে ভুরি ভোজনের আয়োজনের সময় তো একটু রাখতেই হয়। নিয়েই নিলাম প্রথম স্থানটা। আনুক্রমিক ভাবে নিচে দিলাম লেখক / লেখিকা, লিটারারি ফর্ম, ও রচনার নাম।
রুমকি দাসগুপ্ত, ছোট গল্প , শ্রী নারায়ণ সাহেব।
শ্রাবনী আকিলা , স্বরচিত প্রবন্ধ , সত্যজিৎ রায়।
আলী তারেক , গল্প, সে সূর্যের দিকে হেঁটেছিলো।
নাহিদ সুলতানা, কবিতা, যাও চলে দূরতম নক্ষত্রে।
মৃণাল চৌধুরী , গল্প, দাদু ও কোসিন গ্রুপ।
সিদ্ধার্থ গাঙ্গুলী, স্বরচিত প্রবন্ধ, মিলনমেলা—ওনাদের প্রণাম।
নিটা সেটকর , আলোচনা, পোস্ট Covid এ অন্যান্য বিসনেস লাইন গুলো কি ভাবে প্রভাবিত হয়েছে।
নীতার টা যে হেতু আলোচনা ছিল , এতে অনেকেই যোগ দিয়েছেন। আমরা রবি – চন্দ্রার কথা অনেকবার সোচ্চারে বলাবলি করেছি। ওদের অনুপস্থিতি অবুভব করেছি। Sabha শুরু হয়েছে একটু দেরিতে, সুতরাং শেষ হতেও বেলা গড়িয়ে গেছে। কারোর কারোর পরের দিন কাজে যাওয়ার তাড়া থাকায়, পরের আড্ডাটা সংক্ষিপ্ত হয়েছ। তবে সবাই খাওয়ার জন্য থেকেছেন। তার জন্য আমাদের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই।