ফেব্রুয়ারী ২৮, ২০২১: কাজল রায়ের লেখনীতে
২০২১ সালের দ্বিতীয় সাহিত্য সভা বসেছিল ২৮শে ফেব্রুয়ারী কাজল রায়ের সঞ্চালনায় জ্যুমের মাধ্যমে। ফেব্রুয়ারীর ভ্যালেন্টাইন্স ডে ও হিমেল প্রবাহের উৎপাত সকলের জন্য স্মরণীয়। অনেকেই প্রকৃতির এই নির্মম অত্যাচার থেকে রেহাই পাননি। আশা করি শিগ্রী সকলের জীবন স্বাভাবিক হয়ে উঠবে। কার্যসূচীর পর্বে সভা বৃন্দরা ২১শে ফেব্রুয়ারির জাতীয় এবং আন্তর্জাতিক তাৎপর্য নিয়ে আলোচনা করলেন। বিশেষ ভাবে উল্লেখযোগ্য মাতৃভাষা ও সংস্কৃতির চর্চার জন্য ১৯৯৯ এ ঢাকায় স্থাপিত ইনস্টিটিউট। সাহিত্য চর্চার পর্যায় শুরু হলো অতিথি সাহিত্যিক শেলী শাহাবুদ্দিনের স্বরচিত অনবদ্য গল্প ও কবিতার মাধ্যমে। এর পর এই সভার দ্বিতীয় অতিথি ডাক্তার অমৃতা মুখার্জী পড়ে শোনালেন স্বরচিত হৃদয় স্পর্শ করা কবিতা – ডিএনএ গবেষণাগার রোজালিন্ড ফ্র্যাংকলিন এর আত্ম কাহিনী ও একটি আকর্ষণীয় ছোট গল্প ‘ভাষার অহংকার’। এর পর দেবলীনা ব্যানার্জী ও মৃনাল চৌধুরী আলোচনা করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯২০ – ১৯২১ টেক্সাস ভ্রমণের ট্রাভেলগ। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ওনার ১৩ই ফেব্রুয়ারির হিউস্টন এর থিওলজিক্যাল সোসাইটির আমন্ত্রণে ৭০০০ জন দর্শকের সাথে আলোচনা। রবীন্দ্রনাথের এই যাত্রার উদ্দেশ উদ্দেশ্য ছিল তার নব প্রতিষ্টিত বিশ্ব ভারতী ইউনিভার্সিটির জন্য তহবিল জোগাড় করা। এর পর সুমিতা বসু রবীন্দ্রনাথের পাশ্চাত্য ভ্রমণের তথ্য আলোচনা করলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ১৯২৬ এ আলবার্ট আইনস্টাইনের সাথে বার্লিন শহরে মিলন। এর পর সফিক আহমেদ স্বরচিত ছোট গল্প – রক্ত ঋণ পাঠ করে শোনালেন l এই রচনাটি বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারির পটভূমিকায় l সব শেষে আলী তারেক পড়ে শোনালেন তার স্বরচিত ইংরেজি ছোট গল্প “The Plunge”এর অপূর্ব বাংলা অনুবাদ “ঝাঁপ” । এর পর গল্প গুজব করে এই সভা শেষ হলো।