ডিসেম্বর ২০, ২০২০ : শ্যামলী মিত্র-র লেখনীতে
গত ২০ শে ২০২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল সাহিত্য সভা র শেষ অধিবেশন। তার মাত্র একবছর আগেই আমরা কত গল্প, খাওয়া দাওয়া র মধ্যে দিয়ে মালবিকা দির বাড়ি তে শেষ অধিবেশন উদযাপিত করেছিলাম সে কথা সবার ই খুব মনে পড়ছিল। এদিনের সভা পরিচালনা র ভার পড়ে ছিলো শ্যামলী মিত্র র ওপরে। অনুষ্ঠানে প্রথমে মৃণাল দা একটি সুন্দর গল্প পাঠ দিয়ে সুরু করলেন । ‘অমিত তালুকদার এর জীবনের গল্প।‘ সা রে গা মা পা অনুষ্ঠানে র একজন প্রতিযোগী র সত্যিকার জীবনের অবলম্বনে লেখা টি সবার মন জয় করে নিয়েছিল। এরপর আলী তারেক পড়লেন নিজের লেখা একটি অসাধারণ গল্প ‘মৃত্যু‘। সফিক আহমেদ আমাদের শোনালেন স্বরচিত দুটি কবিতা। চাওয়া পাওয়া ও লক্ষ্মীর পদচিহ্ন। ভিডিও সহযোগে সুন্দর ভাবে পরিবেশিত হলো। অসিত দা অস্টিন থেকে আমাদের সাথে যোগদান করেন এ আমাদের পরম পাওয়া। তিনি পড়লেন ‘ধ্বজাধারী ভয়ংকরী ‘ একটি কবিতা। ভজেনদা পড়ে শোনালেন নিজের লেখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কবিতা মুক্ত বাংলাদেশ। সবারই মন ছুঁয়ে গেল। এরপর বিশ্বরুচী আমাদের শোনালো করোনা নিয়ে অনিন্দ্য চট্টোপাধ্যায় এর একটি উপভোগ্য লেখা ‘যুদধ কবে শেষ হবে?‘ আমরা আশা করছি তাড়াতাড়ি।একদম শেষে শ্যামলী শ্রী সুধীর চক্রবর্তী র প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে ওঁনার রচিত প্রবন্ধ ‘নির্জন একাকী র গান রবীন্দ্রসঙ্গীত‘ এর অংশ বিশেষ পাঠ করলো। বছরের শেষ অধিবেশন টি সংক্ষিপ্ত কিন্তু সুন্দর ভাবে উদযাপিত হলো গল্প কবিতা রম্যরচনা ও প্রবন্ধ পাঠের মাধ্যমে। ২০২১ সবার ভালো কাটবে এই শুভকামনা রইলো।
ছবি অন্তর্জাল থেকে নেওয়া: কৃতজ্ঞতা স্বীকার
Thanks so much for the post. Much thanks again. Really Cool. Willard Laurey