সেপ্টেম্বর ২৭, ২০২০: রুমকি দাশগুপ্ত-র লেখনীতে
সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখে দুপুরবেলায় সাহিত্য সভার সঞ্চালিকা ছিলাম আমি (রুমকি দাশগুপ্ত)| যান্ত্রিকতা আমার কাছে অতিমাত্রায় সীমাবদ্ধ হওয়ায়, দুরু দুরু বুকে চিন্তা ছিল পারব কিনা এই দায়িত্ব ঠিকমতো পালন করতে | তালেতক্কে ছিলাম দায়িত্বটা যদি অন্য কারোর ওপর চাপিয়ে দেওয়া যায় | সময়মতো কাউকে খুঁজে না পেয়ে লাভবানই হলাম | এক ধাক্কায় শিখে গেলাম জুম্ কল ও গুগল মিটের পরিচালনা পদ্ধতি | এর জন্য চন্দ্রাকে ধন্যবাদ জানিয়ে সোজা চলে আসি সেদিনের উপস্থাপনায় |
প্রথমেই আমাদের ওয়েবসাইটের কাজ ঠিক কতদূর এগিয়েছে সেটা জানিয়ে শুরু করলেন রবি দে |
তারপর শুরু হ’ল পাঠ | সফিক পরিবেশন করলেন তাঁর পুজো সংক্রান্ত স্মৃতি রোমন্থন | এর পর এক এক করে উদ্দালকের মূল রচনার থেকে বহু গুণ ভাল অনুবাদ, ভাজেনদার হালকা স্বাদের দুর্দান্ত লেখনী, সঙ্গে মৃণালদার দেওয়া বিরল বইয়ের সন্ধান | সভা শেষ হ’ল আমার (রুমকির) ঝুলির স্মৃতিচারণ ও সুমিতার যথারীতি তথ্যবহুল পরিবেশনা দিয়ে |
সভায় আরো উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় অসিত সেন, সকলের অসিতদা | সম্পাদিকা মালবিকা চ্যাটার্জী, সুভাষ দাস ও ওঁর স্ত্রী ইলাদি, এবং কাজল রায় |
কোরোনার প্রকোপে প্রতিবারই বাদ পড়ে যায় আমাদের সবার প্রিয় সভা শেষে মুখরোচক জলখাবার ও আড্ডাটা | অধীর আগ্রহে তাই সুদিনের অপেক্ষায় রইলাম |