জুন ২৮, ২০২০: সভার বিবরণী – সফিক আহমেদের কলমে
প্রথামতো সভা শুরু হয় রবিবার ২৮শে জুন বিকেল সাড়ে তিনটেয় | এবারকার সভা Zoom ভিডিওর মাধ্যমে পরিচালিত হয় |
সভা সঞ্চালনার ভার ছিল অচিন্ত্য ঘোষ ও রবি দে-র উপর |
সারাংশ লিপিবদ্ধ: সফিক আহমেদ |
সাহিত্য সভার প্রথম Zoom ভিডিও কনফারেন্সের বন্দোবস্ত এবং সুচারুভাবে কারিগরি সহায়তার জন্য প্রথমেই ধন্যবাদ জানানো হয় অভিষেক ব্যানার্জীকে |
মালবিকা চ্যাটার্জীর অনুপস্থিতিতে ও অনুরোধে রবি দে জানান যে প্রবাস বন্ধু পূজা সংখ্যার জন্য পূর্ব আলোচিত বাধ্যতামূলক করোনা অতিমারী বা বর্ণবৈষম্য বিষয়ক লেখা আবশ্যিক নয়, যে কোনো ধরনের লেখা গ্রহণ করা হবে |
প্রবাস বন্ধু ওয়েবসাইট সম্বন্ধে আলোচনা করেন রবি দে, রাজীব রায়চৌধুরী, সুরূপা শ ও ওয়েবসাইটের উপস্থিত সদস্যরা | এই ওয়েবসাইট পরিমার্জন ও পরিবর্ধন করার জন্য সকলের মতামত ওয়েব ডেভেলপারকে জানানোর দায়িত্ব রাজীব রায়চৌধুরী গ্রহণ করেন| ব্লগ-এ লেখার নিয়ম কানুন নিয়েও আলোচনা হয় | ব্লগ-এর জন্য লেখা সুমিতা বসু এবং চন্দ্রা দে-র কাছে পাঠিয়ে দিলে ওঁরা প্রবাস বন্ধু ব্লগ-এ প্রকাশ করবেন |
এরপর শুরু হয় সভার সাহিত্য চর্চা |
প্রথমে সফিক আহমেদ পাঠ করেন স্বরচিত কবিতা “জোয়ার ভাটা”|কবিতায় কবির বেলাগাম প্রেমপর্ব, সময়ের প্রবাহে প্রেমের অবক্ষয় এবং প্রেমের স্বপ্নডিঙা আবার দিকশূন্যপুরে ভাসিয়ে দেওয়ার স্বপ্ন দাগ কেটে যায় শ্রোতাদের মনে | সফিক আহমেদের দ্বিতীয় কবিতা “একটা আকাশ”-এর আবৃত্তি শোনা হয় জুঁই দে-র কণ্ঠে | এই কবিতায় একই পৃথিবীর দুই প্রান্তে সময়ের ব্যবধান এবং প্রেমিক প্রেমিকার ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও কাছাকাছি থাকার স্বপ্ন শ্রোতাদের সাথে ভাগ করে নেওয়া হয় |
“বাবা ও মেয়ের বন্ধনের উপলব্ধি” শীর্ষক স্বরচিত লেখা পাঠ করেন মৃণাল চৌধুরী | সদ্য উদযাপিত পিতৃদিবসের পরিপ্রেক্ষিতে এই লেখাটি অত্যন্ত প্রাসঙ্গিক ছিল | পিতা ও কন্যার নিবিড় বন্ধন সম্বন্ধে নিজস্ব উপলব্ধি প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন তিনি |
রবি দে এই প্রসঙ্গে তাঁর পিতার স্মৃতি রোমন্থন করেন |
পরবর্তী উপস্থাপনা অচিন্ত্য কুমার ঘোষের স্বরচিত কবিতা “আবার হবে শুরু”| করোনা মহামারীর নৈরাশ্যের মাঝে আশার বাণী শোনায় এই কবিতাটি | আসবে নতুন দিন, নতুন জীবন, আবার শিশুরা খেলে বেড়াবে, আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে জীবন, এই পুনর্জীবনের মন্ত্র এবং বিশ্বাস ছড়িয়ে পড়ে সকলের মনে | অচিন্ত্য কুমার ঘোষের স্বরচিত দ্বিতীয় কবিতা “পঁচিশে বৈশাখ” কবি বন্দনায় প্রকাশ পায় রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা |
কমলপ্রিয়া রায় শোনান স্বরচিত কবিতা “বিচার”| সাম্প্রতিক বর্ণবৈষম্য নিয়ে লেখা এই কবিতায় তাঁর বিশ্বাস একদিন বিচার হবে মানবতার, এবং সেই বিচারে মানবতার জয় হবেই |
সুমিতা বসু পড়ে শোনান ছোট গল্প “ছেলেবেলার ছাদ”| এই পাঠের মাধ্যমে তিনি শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যান পুরনো উত্তর কলকাতায় বনেদী বাড়ির অন্দর মহলে | বাড়ির ছাদে জড়িয়ে থাকা বাল্য স্মৃতিচারণ করেন তিনি এই গল্পে | ওঁর বাচন শৈলীতে মুগ্ধ হন শ্রোতারা |
সভার শেষে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে তাঁর জীবন ও সাহিত্য সম্ভার নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সভায় উপস্থিত সব সদস্যরা |
সেই আলোচনার আমেজ নিয়ে সেদিনের সভা সমাপ্ত হয় |
***********************************
প্রবাস বন্ধু পাঠ চক্র ও বাংলা গ্রন্থাগার
বিষয়সূচী – ২৮শে জুন ২০২০
সভা সঞ্চালনা: অচিন্ত্য ঘোষ ও রবি দে
এবারে সভা বসবে দূরাভাষে: https://us02web.zoom.us/j/85723014387
শুরু: ৩:৩০ বিকেল
বিষয় | উপস্থাপক | সময় | শুরু | শেষ | |
১ | অভিবাদন ও সভা সঞ্চালনা | সভা সঞ্চালক | ৫ মি: | ৩:৩০ | ৩:৩৫ |
২ | কাজের কথা / আলোচনা, ইত্যাদি | কারোর কিছু বলার থাকলে | ১০ মি: | ৩:৩৫ | ৩:৪৫ |
৩ | ওয়েবসাইট নিয়ে আলোচনা | সুমিতা বসু ও সহযোগিরা | ১০ মি: | ৩:৪৫ | ৩:৫৫ |
সাহিত্য চর্চা প্লাস ৪:০০ থেকে ৬টা
বিষয় | উপস্থাপক | সময় | শুরু* | শেষ* | |
১ | স্বরচিত কবিতা: ১)জোয়ার ভাটা ২) একটা আকাশ | সফিক আহমেদ | ৮ মি | ৪:০০ | ৪:১০ |
২ | কবিতা পাঠ | অসিত কুমার সেন | ৬ মি | ৪:১০ | ৪:১৬ |
৩ | বাবা ও মেয়ের বন্ধনের উপলব্ধি | মৃণাল চৌধুরী | ৫ মি | ৪:১৬ | ৪:২৫ |
৪ | স্বরচিত ছোট গল্প: ছোটবেলার ছাদ | সুমিতা বসু | ১০ মি | ৪:২৫ | ৪:৪০ |
৫ | স্বরচিত কবিতা: ১) আবার হবে শুরু ২) পঁচিশে বৈশাখ | অচিন্ত্য কুমার ঘোষ | ১০মি | ৪:৪০ | ৪:৫০ |
৬ | কবিতা পাঠ: বিচার | কমলপ্রিয়া রায় | ৫ মি | ৪:৫০ | ৪:৫৫ |
৭ | আলোচনা: বঙ্কিম চন্দ্র | সুমিতা বসু / সকলে | ৬০ মি | ৪:৫৫ | ৫:৫৫ |
সভা শেষ | সকলে | ৬:০০ |