জানুয়ারী ২৬, ২০২০ কি হয়েছিল – ভজেন্দ্র বর্মনের লেখনীতে
২৬ শে জানুয়ারীর সাহিত্য সভা রাণী এবং ভজেন্দ্র বর্মন এর বড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। ক্যানাডা নিবাসী একজন অথিতিসহ এ সভায় কুড়ি জনেরও অধিক উপস্থিত ছিলেন। প্রথমে রবি দে ও সুরুপা প্রবাসবন্ধু ওয়েব সাইটের অনেকটা এগিয়ে যাওয়া বর্তমান অবস্থা সম্পর্কে বলেন ও ওয়েব সাইটটি দেখান। সাহিত্য চর্চা পর্বে স্বরচিত ও অন্যের লিখিত কবিতা ও প্রবন্ধ পড়ে শোনানো হয়। উদ্দালক ভরদ্বাজ এর “ক্ষমা” নামে একটি কবিতা তার অনুপস্থিতে পড়ে শোনান রূপছন্দা ঘোষ। তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের “দেশ” এবং অংশুমান করের “অখন্ডতা চাই না” কবিতা ভারতের প্রজাতন্ত্র দিবস স্মরণে পাঠ করেন। অচিন্ত্য ঘোষ “মা” নামে নিজের একটি কবিতা পাঠ করেন। সফিক আহমেদ তার “কলঙ্কিনী” ও “অন্ধ ভালোবাসা” কবিতা পাঠ করেন। নন্দিনী সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের “তবু মনে রেখ” কবিতা আবৃত্তি করেন। এরপর তার জন্ম বার্ষিকী হেতু স্বামী বিবেকানন্দের উপর আলোকপাত করেন। শুক্তি দত্ত শঙ্করের আশাপূর্ণা দেবীর অবদানের উপর একটি প্রবন্ধ পাঠ করেন। ভজেন্দ্র বর্মন তার “সরল অতীত” নামে ছোট একটি কবিতা পাঠ করেন। পাঠের ফাঁকে ফাঁকে নানা রূপ আলোচনা ও চলছিল। তাতে উপস্থিত প্রায় সবাই অংশগ্রহণ করেন। সভা ঘণ্টা খানেক চলে। সভার প্রথমে এবং শেষে সুস্বাদু জলখাবারের ব্যবস্থা ছিল। নিমকি, সিঙ্গারা, কেক, ঘুগ্নি, মাছের চপ এবং দুই ধরণের পিঠা সবাই উপভোগ করেছেন।
প্রবাস বন্ধু পাঠ চক্র ও বাংলা গ্রন্থাগার
বিষয়সূচী – ২৬শে জানুয়ারী ২০২০
সভা সঞ্চালনা: ভজেন্দ্র / রানী বর্মন
শুরু: ৩:৩০ বিকেল
বিষয় | উপস্থাপক | সময় | শুরু | শেষ | |
১ | অভিবাদন ও সভা সঞ্চালনা | ভজেন্দ্র / রানী বর্মন | ৫ মি. | ৩:৩০ | ৩:৩৫ |
২ | কাজের কথা / আলোচনা , ইত্যাদি | কারোর কিছু বলার থাকলে | ৫ মি. | ৩:৩৫ | ৩:৪০ |
৩ | ওয়েবসাইট নিয়ে আলোচনা | সুমিতা বসু ও সহযোগিরা | ১০ মি. | ৩:৪০ | ৩:৫০ |
সাহিত্য চর্চা প্লাস ৩:৫০থেকে ৬টা
বিষয় | উপস্থাপক | সময় | শুরু* | শেষ* | |
১ | কবিতা পাঠ | কবিতা উদ্দালক, পাঠ ভজেন্দ্র বর্মন | ৪ মিনিট | ||
২ | স্বরচিত গল্প /কবিতা / রচনা পাঠ | অচিন্ত্য ঘোষ | ৫ মিনিট | ||
৩ | গল্প /কবিতা / রচনা পাঠ | ||||
৪ | গল্প /কবিতা / রচনা পাঠ | রূপছন্দা ঘোষ | ৮ মিনিট | ||
৫ | স্বরচিত কবিতা পাঠ কলঙ্কিনী অন্ধ ভালোবাসা | সফিক আহমেদ | ৮ মিনিট | ||
৬ | গল্প /কবিতা / রচনা পাঠ | নন্দিনী সরকার | ৮ মিনিট | ||
৭ | সভা শেষ / সময় থাকলে গল্প গুজব | সকলে |
পেটপূজা: ৬টা
বিশেষ অনুরোধ
১) সভা শুরুর ১৫ মিনিট আগে আসার চেষ্টা করুন – রাস্তায় অপ্রত্যাশিত দেরী হওয়ার সম্ভাবনা উত্তরোত্তর বেড়েই চলেছে ৷
২) সভা শেষ হওয়ার আগে চলে যেতে হলে, অনুগ্রহ করে চলতে-থাকা পড়াটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন
৩) শুধুমাত্র লিখিত স্ক্রিপ্ট থেকে পড়ুন।
৪) যদি ৫ মিনিটের বেশি সময় নিতে চান, অনুগ্রহ করে লেখার প্রবাহ (flow) এবং বিশেষ করে সংক্ষিপ্ততার (brevity) জন্য লেখা সম্পাদনা করুন।
৫) একাকী (solo) উপস্থাপিত আইটেম ১০ মিনিটের (সর্বোচ্চ সীমা ১৫ মিনিটের) মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন।
৬) সভায় ব্যবহৃত টাইপ করা লেখা বা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের লিংক পাঠান – সভার বিবরণীতে অন্তর্ভুক্ত করা যাবে ৷