আলোক রায়
জন্ম: নেত্রকোনা, বাংলাদেশ। নেত্রকোনার দত্ত হাই স্কুল থেকে স্কুল পাশ করে বাংলাদেশ এর বুয়েট ইঞ্জিনিয়ারিং উনিভার্সিটি থেকে কেমিকাল ইঞ্জিনিয়ারিং-এ বি.স. পাশ করেন। ১৯৮০ সালে আমেরিকাতে আসেন। কেমিকাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রী করে, স্নাতকোত্তর ডিগ্রির জন্য মার্কিন মুলুকে আসা এবং হিউস্টনে স্থিতি। হিউস্টন, টেক্সাসে বেশিরভাগ সময় কাজ করলেও বর্তমানে তিনি জর্জিয়ার অগাস্টা-তে কাজ করছেন।
সাহিত্য সভার সদস্য হয়ে আবার নতুন করে সাহিত্যের ভালোলাগা-টুকুকে কাছে পাওয়ার সুযোগ। বই পড়ার পাশাপাশি গান আরো ভালো লাগে। কাজের দুনিয়ার ব্যস্ততা, সাংসারিক ব্যস্ততার সব দৈনন্দিনতা ধুয়ে মুছে দেয় সাহিত্য আর সংগীত। প্রবাসবন্ধু সাহিত্যসভার সঙ্গে তিনি ও তার স্ত্রী কামলপ্রিয়া প্রায় দশ বছর ধরে যুক্ত আছেন। প্রবাস বন্ধুর কাছে তাই অনেক ঋণ।