লেখা পাঠান
প্রবাস বন্ধু-র পক্ষ থেকে আমরা চাই আপনাদের লেখা, তবে এটি একটি সাহিত্য পত্রিকা এবং লেখা পাঠাবার সময় একটু মনে রাখবেন। আদান্ত ধর্মীয়, রাজনৈতিক বা অপ্রয়োজনীয় শারীরিক সম্পর্কের লেখা আমরা নিতে পারবো না। আপনার লেখা প্রকাশ ‘প্রবাস বন্ধু’ সম্পাদকমন্ডলীর বিবেচনার উপর নির্ভরশীল। দয়া করে মনে রাখবেন, অত্যন্ত্ সদিচ্ছা থাকলেও আমাদের পক্ষে লেখক / লেখিকার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা সম্ভব হয় না। সবসময় সবাইকে জানানো সম্ভব না-ও হতে পারে। আমাদের ওয়েবসাইটে নতুন পত্রিকার পিডিএফ তোলা হবে যথাযথ সময়ে, আপনারা দেখে নিতে পারেন। আমাদের স্থানাভাব ও সময়াভাবের সীমাবদ্ধতা বোঝার জন্য আগাম ধন্যবাদ জানাই।