সৌরীন মাইতি
ছেলেবেলা কেটেছে প্রধানত মেদিনীপুরে, কিছুটা কলকাতায়। পড়াশোনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তারপর বোস ইনস্টিটিউট, কলকাতায়। স্নাতকোত্তর করতে সাগর পাড়ি, কানাডায়। M Sc.ও PhD করার পর একটি-দুটি জায়গা ঘুরে, পুরোপুরি স্থিতি এই হিউস্টন-এ , তাও পঁচিশ বছরের ওপর হয়ে গেল। বর্তমানে M D Anderson Cancer Research-এ কর্মরত । অনেক বিষয়েই আছে তার উৎসাহ, আগে পায়ে পায়ে বলে বাংলার ফুটবল ছিল প্রাণ, দু’একবার ব্যথা পেয়ে আর তেমন খেলা হয় না। এখন অন্যান্য hobby গুলোও টানে– যেমন নাটক, গান। দুর্গাবাড়ির সেচ্ছাসেবক সৌরীন, March Together-এর সঙ্গেও সেবামূলক কাজে যুক্ত।
প্রবাসবন্ধু সাহিত্য সভার সে নিয়মিত সদস্য। নিজে না লিখলেও দারুণ ভালো লাগে অন্যের লেখা শুনতে। তার নিজের ভাষায়– বই অনেক পড়েছি, আমায় দারুণ টানে নানান বিষয়ের বই–পড়েছি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, প্রবোধ সান্যাল, বিভূতিভূষণ বন্দোপাধ্যায় প্রমুখ। আজও রবীন্দ্রনাথের কবিতা যখন পড়ি, আমি যেন কোথায় হারিয়ে যাই। ভাষায় তা হয়তো ভালো করে বলতে পারবো না, কিন্তু মনে হয়, অনন্ত যেন আমায় ডাক দিয়ে যায়। তাই এই মাসিক প্রবাসবন্ধু পাঠচক্রগুলি আমার কাছে এতো প্রিয়।