শেলী শাহাবুদ্দিন
শেলী শাহাবুদ্দিন মূলত একজন চিকিৎসা বিজ্ঞানী। জাতীয় ও আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকীতে প্রকাশিত
চিকিৎসা গবেষণা বিষয়ে প্রকাশনার সংখ্যা ত্রিশের অধিক।
বাংলায় লেখা-লেখির আগ্রহ শৈশব থেকে। বাংলাদেশের অধুনা লুপ্ত বিখ্যাত সাহিত্য সাপ্তাহিক ‘সচিত্র
সন্ধানী’র নিয়মিত লেখক ১৯৮৫ সাল থেকে।
আমেরিকায় সাহিত্য সাময়িকী ‘প্রবাস-বন্ধু’, ‘স্বদেশ-শৈলী’, ‘নাগরিক’, এবং অধুনা লুপ্ত ‘দু-কুল’ এবং বহু
অনিয়মিত সংকলনের নিয়মিত লেখক।
শেলী শাহাবুদ্দিন প্রবন্ধ ও গল্প লেখেন বিভিন্ন বিষয়ে। তাঁর অল্প কিছু কবিতাও প্রকাশিত হয়েছে। লেখার
বিষয় প্রধানত মুক্তিযুদ্ধ, সামাজিক ও রাজনৈতিক সমস্যা এবং ভ্রমণ। উল্লেখযোগ্য রচনা মুক্তিযুদ্ধে শহীদ
সাংবাদিক সেলিনা পারভীনের জীবনী ‘অনিকেত নক্ষত্রের আলো’, এবং লিবিয়া প্রবাসের স্মৃতি নিয়ে লিখিত
‘তেলের দেশে পাঁচ বছর’ গ্রন্থ I