হরপ্রসাদ শাস্ত্রী
হরপ্রসাদ শাস্ত্রী : ১৮৫৩ এর ৬ই ডিসেম্বর জন্ম এবং প্রয়াত হন ১৯৩১ এর ১১ই নভেম্বর।
চর্যাপদ ও হাজার বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহার সঙ্গে অবধারিত ভাবে উঠে আসে এই জ্ঞান তপস্বীর নাম, যিনি বাংলা তথা দেশের গৌরব (হরপ্রসাদ শাস্ত্রী প্রকৃত পদবী ভট্টাচার্য।)। M A পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করার ফলে তাঁকে উপাধি দেওয়া হয় শাস্ত্রী।
বর্তমান বাংলাদেশের খুলনা জেলায় তাঁর জন্ম। জীবনের প্রথম দিকে গ্রামের স্কুল পড়াশোনা, পরে প্রেসিডেন্সি ও সংস্কৃত কলেজে পড়েন।
১৮৮৩ সালে হরপ্রসাদ শাস্ত্রী সংস্কৃত কলেজের অধ্যাপনার কাজে নিযুক্ত হন। ওই সময়ে আরো নানা কাজে তিনি যুক্ত ছিলেন, যেমন বেঙ্গল লাইব্রেরির লাইব্রেরিয়ান, সংস্কৃত কলেজের প্রধান ইত্যাদি।
১৮৯৮-৯৯ সালে Dr. Cecil Bendall-কে তাঁর তাল পাতার পুঁথির কাজে সাহায্য করার জন্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল যান। সেই সময় সংস্কৃত সাহিত্যের ওপর এক বিশদ ও মূল্যবান তালিকা তৈরী করা হচ্ছিল, সাংস্কৃতিক ইতিহাসের সংগ্রহে, এবং শাস্ত্রী মহাশয়-এর অবদান এতে অনস্বীকার্য। বঙ্গদর্শন ইত্যাদি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন।
বিদগ্ধ এই মানুষটি প্রচুর তথ্যসমৃদ্ধ লেখা লিখেছেন।
তার লেখা’ বেনের মেয়ে’ একটি সুখপাঠ্য লেখা।