রামনিধি গুপ্ত ( নিধুবাবু )
নিধুবাবু, (১৭৪১-১৮৩৯) ওরফে শ্রী রামনিধি গুপ্ত বাংলা টপ্পা গানের পথিকৃত। নিধুবাবু ব্যক্তিগত ভাবে , বাংলা ছাড়াও ফার্সী ও ইংরেজি জানতেন। তখন East India Company-র যুগ। নিধু বাবু কোম্পানির এক ক্লার্কের চাকরি নিয়ে ছাপড়ায় চলে যান। সেখানেই এক মুসলিম ওস্তাদের কাছে তাঁর ভালো করে গানের তালিম শুরু হয়। কিন্তু নিধু বাবু বুঝেছিলেন সেই গুরুর কাছে শেখা উচ্চাঙ্গ সংগীতের টপ্পা বাংলায় চলবে না, তাই তিনি সেগুলিকে নিজের মতো করে বদল করা শুরু করেন।
ইতিমধ্যে যা টাকা পয়সা জমিয়েছিলেন, তাই নিয়ে কলকাতায় ফিরে আসেন। কলকাতার এই দিকে তখন আখড়া গানের চল ছিল। নিধু বাবু এবার কলকাতায় এক গানের ছোটোখাটো স্কুল খুলে ফেললেন। নিধু বাবুর গানে প্রেম ও মানুষের কথাই উঠে এসেছিলো।
ভক্তি অথবা আদিরসে নিমজ্জিত ১৮ শতকের বাংলা গানকে তিনি কার্যত উদ্ধার করেছিলেন। এক নতুন পথে বাংলা গান হাঁটতে শুরু করেছিল নিধুবাবুর হাত ধরে। তাঁর গানেই প্রথম নারী–পুরুষের চিরন্তন প্রেম, দেব দেবীর প্রেমলীলার দৈব–আড়াল না নিয়ে এক সহজ, সাধারণ, মানবিক ভাষায় মূর্ত হয়ে উঠেছিল।
নিধুবাবুর প্রভাবে সমসময়ের বহু গীতিকার ওই একই ধরনের গান বাঁধতে শুরু করেন, যা পরবর্তীতে নিধুবাবুর টপ্পা নামেই জনপ্রিয় হয়েছিল। গীতারত্ন বইটিতে ১০১ টি গানের সমাহার, নিধু বাবুর উল্লেখযোগ্য সৃষ্টি।
তাঁর ব্যক্তিত্বের বিষয়ে খুব বেশি জানা যায় না, তবে শোনা যায়, তাঁর বেশীর ভাগ গান এবং সুরই সুরাচ্ছন্ন অবস্থায় রচিত।
নিধু বাবুর টপ্পা বাংলার নিজস্ব ঐতিহ্যকেই প্রবহমান রেখেছে।
তথ্য সূত্র : আন্তর্জাল/ আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার রইল