নভেম্বর ১৭, ২০১৯ সুমিতা ও সোমনাথ বসুর বাসভবনে
সময় : ৩:৩০ মিনিট
স্থান : সোমনাথ ও সুমিতা বসুর বাসগৃহ / কেটি
তারিখ : নভেম্বর ১৭, ২০১৯
নতুন অতিথি : কাজল রায় ও অনসূয়া
অনিয়মিত মুখ্য সদস্য: অমিত / তারেক
বিশেষ অতিথি : নাহিদ
———————————————————————————-
বাইরে হালকা শীতের আমেজ, হলুদ কমলা সাদা MUMs এ চারদিক আলো করে রেখেছে যেন আর ঘরেও ড্রেস কোড ছিল লাল, কমলা, হলুদ আর খয়েরীর মেলা –Fall Color-এর। এবারে খুব মজা করে পত্র দিয়ে নিমন্ত্রণ করা হয়েছিল সকলকে।
সভারম্ভে শ্রীমতি নবনীতা দেবসেনকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করলেন প্রবাস বন্ধুর সকল সভ্য-সভ্যা ।
সভা শুরু সুমিতার অতিথি সভা সদস্য-সমস্যা বরণে। সঙ্গে শ্রী শ্রী ফুলকপির গুণকীর্তন। জানা গেল ফুলকপির ভাই ও দাদার নাম, যারা এই শীতের মরশুমে বড়ো আরাধ্য — বাঁধাকপি ও ওলকপি।
ফুলকপি নিয়ে দুই চার কথা ঈশ্বর গুপ্ত র কবিতায় ……
” মনোহর ফুলকপি পাতা যুক্ত তায়
সাটিনের কাবা যেন বাবুদের গায়।
শ্রেণীবদ্ধ চারু শোভা এলো আর বাঁধা
সাহেবেরা প্রেম ডোরে চিরকাল বাঁধা।
রন্ধনেতে তার সঙ্গে যুক্ত হলে কই
যত পাই তত খাই আরো বলি কই।
ঘৃণার স্বভাবে যেই নাহি খায় কপি
তারে কি মানুষ বলি, নিজে সেই কপি।
কপির সকলি গুন দোষ কিছু নাই
তাতেই আমোদ বাড়ে যে রূপেতে খাই।”
সভা সঞ্চালনা করেছেন অচিন্ত্য ঘোষ
পাঠ করেছেন যাঁরা
রূপছন্দা, অচিন্ত্য, শ্যামলী, বিশ্বরুচি, মৃণালদা, সোমনাথ, সুমিতা, রবি , সফিক, ডলি, উদ্দালক, নীতা
পাঠ যাঁরা করেছেন তাঁদের নাম ক্রমানুসারে
রূপছন্দা ঘোষ : নবনীতা দেবসেনের কবিতা
অচিন্ত্য ঘোষ: মন সংগীত ও স্বরচিত প্রেমের কবিতা
সফিক আহমেদ : স্বরচিত কবিতা
সোমনাথ বসু: প্রবন্ধ ও স্মৃতিচারণমূলক : নকশাল আন্দোলনের পটভূমিকায় এবং তৎকালীন বাংলার সমাজ ব্যবস্থা নিয়ে এক ব্যক্তিগত মর্মান্তিক কাহিনী : ‘সেই উত্তাল সময়ে ..’
মৃণাল চৌধুরী: স্বরচিত গল্প : ভ্রমণমূলক / আলজেরিয়ার গভীর মরুভূমিতে শোলের গাব্বার সিং কে নিয়ে
ডলি ব্যানার্জী : স্বরচিত কবিতা
রবি দে : শ্রী অসিত সেনের লেখা থেকে পাঠ । সদ্য প্রকাশিত প্রবাস বন্ধু পত্রিকায় “বিশ্বে দুঃসাহসী” শীর্ষক রচনায় লেখক শ্রী অসিত সেন গ্লোবাল ওয়ার্মিং এর পরিপ্রেক্ষিতে Greta Thunberg এর বিদ্রোহী রূপটির দিকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেন। ফেসবুকে ও দেশে বিদেশে বিভিন্ন পত্র-পত্রিকায় গ্রেটাকে অসত্য ভাষণের অপরাধী এবং উত্তেজনা প্রকাশের জন্য তার মত উপেক্ষার যোগ্য ধার্য করে ।
এই সংযোজনে লেখক শ্রী সেন, রচনাটি প্রকাশিত হওয়ার পর, দুইজন বিশিষ্ট বৈজ্ঞানিকের প্রকাশিত মতামত উল্লেখ করেন যা গ্রেটার বক্তব্য সত্যতা প্রমাণ করে। লেখা পাঠের পর সদস্যরা এই বিষয়ে আলোচনায় যোগ দান করেন।
শ্যামলী মিত্র : নবনীতা দেবসেনের কবিতা ও নবনীতাকে নিয়ে অন্যান্যদের কবিতা
বিশ্বরুচি মিত্র : নবনীতা দেবসেনের কবিতা
সুমিতা বসু : স্বরচিত গল্প : আধিভৌতিক রহস্য কাহিনী : ‘আউসতলা’
সবশেষে ছিল বাংলার আঞ্চলিক ভাষার কবিতা নিয়ে একটি মনোজ্ঞ আলেখ্য : উদ্দালক ভরদ্বাজের পরিচালনায়
অন্যান্যরা ছিলেন– শ্যামলী, রূপছন্দা, নীতা ও বিশ্বরুচি। মানভূমির নিজস্ব উচ্চারণ ও ভাষায় রচিত কবিতাগুলি অংশগ্রহণকারীরা অসাধারণ পাঠ করে শোনালেন সমবেত শ্রোতামণ্ডলীকে।
খেলা
সাহিত্য নিয়ে এবং সকলকে নিয়ে সুমিতার ভাবনায় ও পরিচালনায় একটি খেলা ছিল শেষ পর্যায়ে, খেলাটি সাহিত্যের নানান বিষয়ে। উদ্দেশ্য: এই খেলার মাধ্যমে শুধু যাঁরা পাঠ করছেন শুধু তাঁরাই নন, উপস্থিত সকলে যেন যোগদান করেন এবং বাংলাসাহিত্য বিষয়ে আনন্দ করে নতুন কিছু যেন জানা হয় সকলের।
খেলেছেন উপস্থিত সকলে, মোট দশটি টীম-এ দুজন করে ছিলেন।
বিচারকের ভূমিকায় : রাজীব রায়চৌধুরী ও রুমা চৌধুরী।
প্রথম স্থান অধিকার করে নিলেন : শ্যামলী ও মিঠির টীম এবং কাজলদা ও রূপছন্দার টীম।
সভান্তে সকলকে আন্তরিক ধন্যবাদ জানালেন গৃহস্বামী সোমনাথ বসু।
সান্ধ্য ভোজে সাহিত্য সভার মধুরেণ সমাপয়েৎ।
—————————————————————————————