সফিক আহমেদ
পেশায় ইঞ্জিনিয়ার, সফিকের জন্ম এবং পড়াশোনা কলকাতায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় এর কারিগরি বিভাগের স্নাতক। কর্মসূত্রে পৃথিবীর নানান দেশে বসবাস করে এখন হিউস্টন নিবাসী। বাংলা আর বাংলা ভাষার টানের মায়ায় কবিতা লেখেন সফিক, হোয়াটস্যাপে, ফেসবুকে, দেশ বিদেশের নানা পত্রিকায়, কবিতা সঙ্কলনে। জড়িত, কবিতা ও সাহিত্য সম্বন্ধীয় নানা উদ্যোগের সাথে। নিজের লেখা কবিতার সঙ্কলন আছে এবং কবিতার সংগ্রহেও বন্দি হয়েছে তাঁর কবিতা। শব্দের অনুভূতি মনে অনুরণিত হয়, প্রয়োগ হয় অলংকারে, কবিতার শরীরে।