অচিন্ত্য ঘোষ
কলকাতা বিশ্বাবিদ্যালয় থেকে কেমিস্ট্রি অনার্স ও কেমিকাল ইঞ্জিনিয়ারিং করার পার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গলুরু থেকে কেমিকাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স। চাকরি সূত্রে প্রথমে সৌদি আরব ও পরে ২০০৭ সাল থেকে হিউস্টন এর বাসিন্দা।
অচিন্ত্যর নিজস্ব ভালোবাসা সাহিত্য। মনসংগীত -এর অনেক কবিতা লিখেছে সে, সুধীজনের কাছে সেগুলি আদৃত। তার নিজের ভাষায়, ‘সাহিত্যে অনুরাগ ও মনের অনুভূতিকে ভাষায় প্রকাশ করার অভ্যেস সেই ছাত্র জীবন থেকেই। হিউস্টনে এসেই প্রবাস বন্ধুর সঙ্গে সম্পর্ক স্থাপনও সেই তাগিদ থেকেই। সাহিত্যে মনের গঠনমূলক রসদ খুঁজে পাওয়ার বাসনা আজীবন থাকবে। সপরিবারে সাহিত্যসভায় হাজির দিয়ে গুণী সাহিত্যমনস্ক মানুষজনের সংস্পর্শে এসে অনেক মনের খোরাক মেলে। ‘