রূপছন্দা ঘোষ
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর, কলকাতা থেকে ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরে মরুর দেশ সৌদি আরব। সেখানে স্কুলে চাকরির পাশাপাশি সাহিত্য গান, অভিনয়ে জড়িয়ে পড়া। অবশেষে ২০০৭ সালে হিউস্টনে এসে সেই নেশাগুলোই সমৃদ্ধতর হল।
রূপছন্দার নিজের ভাষায়, ‘এখানে সাহিত্যসভায় যোগদান একটা বাড়তি পাওনা। শত ব্যস্ততার মধ্যে মাস্যা একবার সপরিবারে সাহিত্যসভায় হাজির দিয়ে গুণী সাহিত্যমনস্ক মানুষজনের সংস্পর্শে এসে অনেক মনের খোরাক মেলে।’