অসিত কুমার সেন
প্রবাস বন্ধুর জন্ম থেকে শুরু করে তার শৈশব, কৈশোর এবং এখন পূর্ণ জীবনেও অসিত সেন এই সংস্থার পিতৃপ্রতিম । বিদেশে বসে নিয়মিত বাংলা চর্চাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সকল সভ্য সভ্যা অসিতদার উপযুক্ত উপদেশ ও মতামত মেনে চলে।
তাঁর নিজের ভাষায়, মধ্য জীবনের শুরু থেকে বহির্ভারতে নানা ভাষাভাষীর সংস্পর্শে এসে ক্রমশই আমার এই উপলব্ধি দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে যে, বিভিন্ন ভাষার বিশেষত ইংরেজি ভাষার আকর্ষণ বাঙালীর যতই তীব্র হোক না কেন, তার ব্যাক্তিগত জীবন যতই সাফল্যমন্ডিত হোক না কেন, কেবলমাত্র মাতৃভাষার ভিত্তিতেই সে তার স্থায়ী উন্নতি, তার জাতীয় জীবনের সার্থকতা খুঁজে পাবে। জগতের প্রথম সারির সব জাতির ইতিহাস তাদের মাতৃভাষার পক্ষে সেই সাক্ষীই দেয়।