পুরনো কলকাতার স্থাপত্য
পুরনো কলকাতার স্থাপত্য :
এই বিশাল প্রাসাদের মত বাড়িটি এই শহরের অনেক বাসিন্দাই দেখেছেন | সেই প্রসঙ্গে পরে আসছি । প্রতিদিন সকালে ধূমায়িত চায়ের কাপে চুমুক দিতে দিতে একটি দৈনিক সংবাদপত্র পাঠ করার আনন্দ দিয়ে গেছে পুরনো দিনে অনেক পাঠকদের | সেই সংবাদপত্র ছিল বিখ্যাত ইংরেজি সংবাদপত্র “The Statesman”.
ঐ সংবাদপত্র ছেপে প্রকাশিত হ’ত এই বাড়ি থেকেই | একই সঙ্গে এই পত্রিকা প্রকাশিত হ’ত নিউদিল্লী, শিলিগুড়ি ও ভুবনেশ্বর থেকে |
এই বিখ্যাত সংবাদপত্র সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় ১৫০ বছর আগে ইং ১৮৭৫ সালে |
এই সুন্দর স্থাপত্য নিয়ে বাড়িটি ক্যলকাটা ইলেকট্রিক সাপ্লাই এর ভিক্টোরিয়া হাউস বিল্ডিং এর উল্টোফুটে চিত্তরঞ্জন এ্যভিনিউ এর পাশে ৪নং চৌরঙ্গী স্কোয়ারে অবস্থিত |
পত্রিকার সংস্থা একটি বাংলা পত্রিকাও প্রকাশ করে, “দৈনিক স্টেটসম্যান” নাম দিয়ে | এই পত্রিকাটি ২৪ জুন,২০০৪ সাল থেকে বিতরণ করতে শুরু করে |
অনেক দিন আগে এই সংস্থার একটি পত্রিকা “The Junior Statesman” প্রকাশিত হ’ত | আমি ১৯৭২/৭৩ সালে ঐ পত্রিকা কিনতাম | খুব সুন্দর সুন্দর আঁকা ছবি ছাপা হ’ত | আমি একবার পত্রিকা অফিসে ড্রয়িং বিভাগে গিয়ে দেখি সব আর্টিস্টরা তুলি, রং নিয়ে পত্রিকার জন্য ছবি প্রস্তুত করছেন! সেই মনোরম পরিবেশের দৃশ্য যেন এখনো চোখে ভাসছে।
ইংরেজি স্টেটসম্যান পত্রিকাটি মাঝে বন্ধ ছিল | সংবাদ মাধ্যম জানায় ছাপার যন্ত্রপাতি গুরুতরভাবে বিকল হয়ে যাওয়ার জন্য ছাপাখানা বন্ধ রাখতে হয়েছিল | তবে বাংলা পত্রিকা চালু আছে |
আগের দিনের সেই কর্মব্যস্ততার জৌলুশ এখন আর নেই! বাড়িটির সেই চাকচিক্য নেই দেখে মন খারাপ হয়ে যায় |
ছবি : Saibal Das
তথ্যসূত্র : উইকিপিডিয়া
DOP : 28.11.19
We truly acknowledge and appreciate the contribution of this article by Mr. Saibal Das (source FB)