সুরূপা শা’
কলকাতা থেকে স্কুল পাশ করে সুরূপা IIT- তে মেকানিকাল এঞ্জিনীরিংএ ডিগ্রী করার পর স্নাতকোত্তর করতে Dartmouth (New Hamphshire) কলেজে আসে এ। পরে University of New Hamphshire থেকে Ph D শেষ করে বর্তমানে হিউস্টন-এর বাসিন্দা। পড়াশোনার পাশাপাশি যেটুকু পড়া হতো, তা বেশীর ভাগই ইংরিজিতে। এখানে সাহিত্য সভাতে যুক্ত হয়ে ও অন্যান্যদের পড়া লেখা শুনে প্রবাস বন্ধুতে যোগদান করার আগ্রহ বেড়ে যায়। প্রথমে মনে হয়েছিল, এতে অন্তত মাতৃভাষার চর্চা তো থাকবে। তারপর নিজেও একটু লেখালেখি আরম্ভ হয়, এ এক সম্পূর্ণ নতুন ও অভূতপূর্ব অভিজ্ঞতা।
সুরূপা বলে, ‘প্রবাসে বন্ধুত্বটা খুব জরুরি, তাই এই প্রবাস বন্ধু। আর এই আসরের ঘরোয়া ব্যাপারটাও ভালো লাগে। অনেক সময় যেতে না পারলেও যোগাযোগ রাখতে খুব ভালো লাগে। ‘