ঠাকুর পরিবারের অন্যতম তারকা অবনীন্দ্রনাথ ঠাকুরকে (১৮৭১-১৯৫১) বাংলা তথা ভারতের শিল্প সংস্কৃতি জগতের আদিগুরু বলা যেতে পারে। আধুনিক নন্দনশিল্প তাঁর হাতেই জন্ম নিয়েছে। বলা হয়, ‘He was the principal artist and creator of ‘Indian Society of Oriental Art,’… thereby founding the influential ‘Bengal School of Art’, which led to the development of Modern Indian Paintings.’
পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রিয় ভাইপোটি অসাধারণ গল্পকার -বিশেষতঃ শিশু ও কিশোর সাহিত্যে । তাঁর লেখা নালক, ক্ষীরের পুতুল, রাজকাহিনী না পড়লে বাঙালি হয়ে বড় হয়ে ওঠাটাই কোথাও যেন ঘাটতি থেকে যায় । তাঁরই কলমে মূর্ত হয়ে ওঠে নিঃসঙ্গ সেই ব্রাহ্মণ, নির্জন মন্দিরে জন্ম নেয় গায়েব, গায়েবি, বেড়ে ওঠে হাম্বির, প্রাণ পায় গোহ, হাত ঘুরিয়ে বালা দেখে সুয়োরানী, বানর এসে দুয়োরানীর চোখের জল মোছে ! সত্যিই অবন ঠাকুর কথা লেখেন নাকি আঁকেন ?
*এই উপলক্ষ্যে ব্যবহৃত ছবি ও তথ্যগুলি ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে সংগৃহীত৷ শুধুমাত্র লেখকের রচনাবলির সঙ্গে পাঠকের পরিচয় করিয়ে দেবার জন্য, কোনও বাণিজ্যিক উদ্দেশ্যে নয় ৷