আমাদের সঙ্গে যোগাযোগ করুন
প্রবাস বন্ধুর সাহিত্য পাঠ চক্রে আমরা মাসের শেষ রবিবার সাহিত্য আলোচনায় বসি কোনো সভ্য সভ্যার বাসগৃহে। স্বরচিত বা নির্বাচিত বাংলা পাঠ করা হয় নিয়মিত। দেশে বিদেশের বাংলা সাহিত্যপ্রেমীদের সঙ্গে আমরা যোগাযোগ রাখতে চাই। আমাদের নববর্ষ ও শারদীয় পত্রিকার জন্য আমরা সকলের কাছে লেখার জন্য আবেদন করি। তবে তা নিশ্চয়ই যেন রাজনীতিভিত্তিক, ধর্মীয় ভাবনার বা বিশ্বাস ভিত্তিক না হয়। আর তা যেন সাহিত্যগুণ সম্পন্ন এবং শালীনতার মান বজায় রেখে হয়।
আপনাদের কোনো জিজ্ঞাস্য থাকলে, যোগাযোগ করতে পারেন।