প্রবাস বন্ধু সম্বন্ধে

প্রায় তিরিশ বছরে পা দিল প্রবাস বন্ধু। আমরা, প্রবাস বন্ধু, বিদেশের মাটিতে হিউস্টনে বসে বাংলা সাহিত্যপাঠ, রচনা ও প্রকাশনা করে থাকি। প্রতি বছর দু’টি করে আমাদের সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়, নববর্ষ সংখ্যা ও শারদীয় সংখ্যা। প্রবাস বন্ধুর নিজস্ব পাঠাগার আছে, সভ্য-সভ্যা সেখান থেকে নিয়মিত বই ধার নিতে পারেন।
প্রবাস বন্ধু পাঠচক্র বসে প্রতি মাসে, আমাদের কোনো সদস্য-সদস্যার বাড়িতে, সাধারণত মাসের শেষ রবিবার। অনেকেই অতিথি হয়ে আসেন এখানে, পরে ভালো লাগলে যোগদান করেন। অনেক বহিরাগত অতিথিও আসেন, তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা প্রবাস বন্ধুকে আলোকিত করে।
বাংলাসাহিত্যের এক মনোরম পরিবেশ তৈরী করা আমাদের উদ্দেশ্য। আমরা সাহিত্যের মধ্যে দিয়ে আমাদের মাতৃভাষার পরিচর্যা করতে চাই, আর চাই নিজেদের ভিতরকার স্বকীয়তাকে আরো উৎসাহিত ও উৎসারিত করতে।
বাংলা diaspora লেখার এক সম্ভার করতে চাই আমরা।